বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তার ক্যারিয়ারে অনেক সুপারডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। এখন হলিউডে চুটিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া মানেই পড়া সৌন্দর্যের সম্ভার। লাল ঠোঁট, টোনড ফিগার, কোঁকড়া চুল আর মুখে লাস্যময়ী হাসি। সব মিলিয়ে কাত তামাম পুরুষকুল। সদ্য মা হয়েছেন। বয়সও চল্লিশ ছাড়িয়েছে। কিন্তু দেশি গার্লের গহন গহিন রহস্য আজও ভেদ করতে পারেনি কেউ।
সাধারণের তুলনায় রূপচর্চায় বেশি সময় ব্যয় করেন সেলিব্রেটিরা। সেটাই স্বাভাবিক। কিন্তু হাজার মেকআপের পরেও সেই মোহময়ী লুক সবার আসে না। এর জন্য কিছু কৌশলও লাগে।
বর্তমানে ইতালিতে রয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা।
অভিনেত্রীর নতুন ছবি সিটাডেল এর প্রমোশনে গিয়েছিলেন। পরনে সবুজ ফেদার গাউন, স্মকি মেকআপ। প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়ে তুলেছেন সাংঘাতিকভাবে। শুধু তাই নয়, রেড কার্পেটে প্যাপসদের সামনেও তাঁকে টেক্কা দেওয়ার ক্ষমতা কারওর নেই।
তাঁকে খুঁটিয়ে লক্ষ্য করলেই বোঝা যায়, মুখে কিছুটা নাটকীয়তা চান প্রিয়াঙ্কা চোপড়া। এই জন্য দেশি গার্ল ব্যবহার করেন উইংকড লাইনার। এটাই তাঁকে অন্যদের তুলনায় কিছুটা আলাদা করে দেয়। কিন্তু প্রিয়াঙ্কার এই রূপে মুগ্ধ বর নিক জোনাস।
৪০ বছর বয়সেও প্রিয়াঙ্কার রূপ, টোনড ফিগারের রহস্য জানতে সদা উৎসুক তাঁর অনুগামীরা। প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে দেশের অনেক মহিলার কাছেই অনুপ্রেরণার আরেক নাম। শুধু অনুপ্রেরণা নয়, তাঁর পোশাক, সাজগোজ থেকে মেকআপ, অনুকরণও করেন অনেকেই। বর্তমানে একাধিক হলিউড সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন