রাহুল ও প্রিয়াঙ্কার জুটি একসময় মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে পর্দার সেই জুটি এখনও সকলের মনে থাকলেও, বিয়ের বছর কয়েক পরই আলাদা হয়ে যান দু’জনে। তবে ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগার আভাস।
‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের জুটি। সেই থেকে প্রেম। তার পর বিয়ে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের বছর কয়েক যেতে না যেতেই আলাদা থাকতে শুরু করেন রাহুল আর প্রিয়াঙ্কা। যদিও ছেলে সহজের দায়িত্ব একসঙ্গে পালন করে আসছেন।
বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, সব তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন দু’জনে। বিশেষ করে ছেলে সহজের জন্যই কাছাকাছি আসা। অনুরাগীদের আশা, মান-অভিমানের বরফ হয়তো গলেছে।
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, প্রিয়াঙ্কা সরকারের আবাসনে না কি ফ্ল্যাট কিনতে চলেছেন রাহুল। রাহুল জানান, প্রিয়াঙ্কার আবাসনে ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে। যদিও সময়ের অভাবে এক্ষুণি কিছু হবেনা। কারণ তাঁর এবং প্রিয়ঙ্কার উভয়ের পরিবারের সদস্যরা তাদের সঙ্গেই থাকেন। এত কম সময়ের মধ্যে সবাইকে এক সঙ্গে নিয়ে রাখার মতো বড় ফ্ল্যাট পাওয়া সম্ভব নয়। তাই যতদিন না নতুন ফ্ল্যাট হচ্ছে, দু’দিকেই আলাদা ভাবে থাকার ব্যবস্থা হয়েছে।
আইনি বিবাদ, মান ও অভিমানের পর্ব মিটিয়ে না কি আবারও এক হতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us