হলিউডের সঙ্গে বলিউডের তুলনা, পারিশ্রমিক নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া? 

একটা সময়ে বলিউডে চুটিয়ে কাজ করেছেন। বলি থেকে হলিউড তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। ডন -২ থেকে বরফি ও ক্রিশের মত একাধিক ছবিতে অভিনয় করে খুব সহজেই আনুরাগিদের মনে স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

বর্তমানে নিজের পেশা জীবনের কেন্দ্র হিসাবে প্রিয়াঙ্কা চোপড়া বেছে নিয়েছেন হলিউডকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ‘হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই গত ২২ বছর ধরে বিনোদনজগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্য়িই ভাল লাগার মতো ঘটনা।‘

হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েকটাদিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন। এই মুহূর্তে হলিউড ছবি ‘সিটাডেলে’র প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। 

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন