বেশ কিছু মাস আগে কোনও রকম লুকোছাপা না করে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছিলেন সারোগেসির মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কার ভক্তরা খুব খুশি হয়েছিলেন এবং অপেক্ষায় ছিলেন কবে লিটল প্রিন্সেস এর প্রথম ছবি তারা দেখতে পাবেন।
তবে এই প্রথম প্রিয়াঙ্কা মেয়েকে নিয়ে মুম্বইতে এলেন। তারকা দম্পতির কোলে রয়েছে মালতি মেরি।
প্রিয়াঙ্কা ও নিক জোনাসের মিষ্টি মেয়ে মালতি মেরিকে নিয়ে কালিনা বিমানবন্দর থেকে বেরিয়েই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিলেন তাঁরা।
মেয়ের মালতির ছবিও যাতে পাপ্পারাজিরা তুলতে পারেন, সেই ব্যবস্থাও করলেন। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর ‘সিটাডেল’ সহকর্মী রিচার্ড ম্যাডেন এপ্রিলের ৩ তারিখ এশিয়া প্যাশিফিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তার দিন তিনেক আগেই মুম্বইতে পা রাখলেন নিক-প্রিয়াঙ্কা।
মাতৃ দিবস উপলক্ষে মেয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে প্রিয়াঙ্কা তাঁর ভক্তদের আরও এক উপহার দিলেন। যদিও নিক এবং প্রিয়াঙ্কার মেয়ের ছবিতে তার মুখের উপর একটা ইমোজি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও নিয়াঙ্কার মেয়ে ছোট্ট মালতি মেরির প্রথম ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছিল।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন