উদয়পুরের রাজকীয় হোটেলে আয়োজন করা হয়েছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের আসর। রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধার আগে দিল্লিতেই শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সব নিয়ম-কানুন মেনেই পরিণীতি ও রাঘবের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাঁদের বিয়েতে এলেন না দিদি প্রিয়াঙ্কা চোপড়া।
মেয়েকে নিয়ে আসার কথা ছিল দেশি গার্লের। সকলেই অপেক্ষা করছিলেন তাদের জন্য। কানাঘুষো, ছিল নিক আসবেন না। কিন্তু বিয়ের অনুষ্ঠানে কেউই এলেন না। একমাত্র প্রিয়াঙ্কার পরিবার থেকে দেখা গেছে তাঁর মা মধু চোপড়াকে।
পড়ুন: প্রকাশ্যে এল ‘দশম অবতার’-এর ট্রেলার, কবে মুক্তি পাবে ছবি?
অন্যদিকে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে বাড়িতে মেয়ে মালতী ম্যারির সঙ্গে উইকেন্ড কাটাচ্ছেন নায়িকা। তাহলে কেন এলেন না বোনের বিয়েতে? এই প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। সেই অজানা প্রশ্নের উত্তর দিলেন মধু চোপড়া।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন, ‘আমাদের পরিবারে, কোনও উপহার দেওয়ার চল নেই। আমি ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি। আর দেশি গার্ল আসেননি কেন? উত্তরে মা মধু জানান, মেয়ে কাজে খুব ব্যস্ত। আমেরিকান পপ কালচার নিয়ে নাড়াঘাঁটা করছেন। মেয়েকে নিয়েও ব্যস্ততা রয়েছে। তাই আসতে পারেননি।‘
— Parineeti Chopra (@ParineetiChopra) September 25, 2023
গত ১৩ মে দিল্লির কপূরথলা হাউসে ধুমধাম করে বাগ্দান সারেন অভিনেত্রী। সেই সময়ও একাই আসেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই বারও দেখা মেলেনি নিকের। মাত্র এক দিনের জন্য এসেছিলেন প্রিয়াঙ্কা।
ছবি- এক্স
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন