প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম ‘হার্টথ্রব’ অভিনেত্রী। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে প্রিয়াঙ্কার অভিনয় যতই প্রশংসিত হয়, ততই তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়।
২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর তিনি নিজের মতো করে পরিচয় তৈরি করেন গ্ল্যামার দুনিয়ায়। এরপর তিনি কেরিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। তারপরেই এন্ট্রি বলিউডে। তবে এখন তিনি হলিউডেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। গান এবং অভিনয় এই দুটিতেই নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই বলি ডিভা।
যদিও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অতীতের স্মৃতি মনে রাখতে খুবই পারদর্শী। তাই তার স্মৃতিতে অতীতের একটি ঘটনা সামনে এসেছে, যা বলিউডের ‘অন্ধকার’-কে উন্মোচিত করে।
হ্যাঁ, একসময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকেও। অতীতের পাতা উল্টানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বলেন, ‘একবার একটি ছবিতে কাজ করার সময় ছবির প্রযোজক তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন। এবং তিনি এখনও এই সবচেয়ে জঘন্য অভিজ্ঞতার স্মৃতি তার মন থেকে মুছে ফেলতে পারেননি। ক্যারিয়ারের শুরুতেই না কি বলিউডের এক পরিচালক তাকে যৌন উত্তেজনা মূলক নাচ দেখতে চেয়েছিলেন, এমনকি নিম্নাঙ্গের অন্তর্বাস পর্যন্ত খুলতে বলেছিলেন তাঁকে। সেদিন তিনি সত্যিই ভয় পেয়েছিলেন এবং কাঁদতে কাঁদতে ওই ছবি ছেড়ে বেড়িয়ে এসেছিলেন তবে তিনি সেইদিন চিৎকার করে প্রতিবাদ করতে পারেননি।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন