Homeবিনোদনসিনেমা হল ব্যবসায় পা রাখছেন প্রসেনজিৎ!তৈরি হচ্ছে শতাধিক ছোট হল, প্রশংসায় মুখ্যমন্ত্রী

সিনেমা হল ব্যবসায় পা রাখছেন প্রসেনজিৎ!তৈরি হচ্ছে শতাধিক ছোট হল, প্রশংসায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রযোজনা সংস্থার পাশাপাশি এবার সিনেমা হল ব্যবসায়ও নামছেন প্রসেনজিৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রশংসিত হল তাঁর তৈরি মিনি-থিয়েটার মডেল।

প্রকাশিত

প্রযোজক, অভিনেতার পরে এবার সিনেমা হল ব্যবসায়ও নামছেন প্রসেনজিৎ চক্রবর্তী। বৃহস্পতিবার মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই তথ্য প্রকাশ্যে আনেন।

মমতা বলেন, “প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো একটা সিনেমা হল বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।”

ছোট জায়গায় ছোট বাজেটের এই ‘মিনি থিয়েটার’ মডেলকে অত্যন্ত ইতিবাচক বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, “এটা যদি হয় তাহলে বুথ স্তরে, তৃণমূল স্তরে বা প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।”

বহু দিন ধরেই প্রসেনজিৎ বাংলা সিনেমার হাল ধরার চেষ্টা করে চলেছেন। নতুন প্রযোজকদের উৎসাহ দেওয়া, তরুণ পরিচালকদের সুযোগ দেওয়া বা দেশ-বিদেশে সিনেমার মার্কেট তৈরি— সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার তাঁর হাত ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলেও সিনেমা দেখার সুযোগ বাড়বে, তেমনটাই আশা রাজ্যের।

সিনেমা হল ব্যবসায় প্রসেনজিতের এই নয়া ইনিশিয়েটিভ সফল হলে তা হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে আর শুধুমাত্র শহর নয়, গ্রাম-গঞ্জেও থাকবে সিনেমা দেখার পরিবেশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।