প্রযোজক, অভিনেতার পরে এবার সিনেমা হল ব্যবসায়ও নামছেন প্রসেনজিৎ চক্রবর্তী। বৃহস্পতিবার মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই তথ্য প্রকাশ্যে আনেন।
মমতা বলেন, “প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো একটা সিনেমা হল বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।”
ছোট জায়গায় ছোট বাজেটের এই ‘মিনি থিয়েটার’ মডেলকে অত্যন্ত ইতিবাচক বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, “এটা যদি হয় তাহলে বুথ স্তরে, তৃণমূল স্তরে বা প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।”
বহু দিন ধরেই প্রসেনজিৎ বাংলা সিনেমার হাল ধরার চেষ্টা করে চলেছেন। নতুন প্রযোজকদের উৎসাহ দেওয়া, তরুণ পরিচালকদের সুযোগ দেওয়া বা দেশ-বিদেশে সিনেমার মার্কেট তৈরি— সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার তাঁর হাত ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলেও সিনেমা দেখার সুযোগ বাড়বে, তেমনটাই আশা রাজ্যের।
সিনেমা হল ব্যবসায় প্রসেনজিতের এই নয়া ইনিশিয়েটিভ সফল হলে তা হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে আর শুধুমাত্র শহর নয়, গ্রাম-গঞ্জেও থাকবে সিনেমা দেখার পরিবেশ।