হায়দরাবাদ: চলতি মাসের ৪ তারিখে পুষ্পা ২-এর প্রিমিয়ার শো চলাকালীন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে অভিনেতা আল্লু অর্জুনের বাড়ির বাইরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন একদল বিক্ষুব্ধ মানুষ। বিক্ষোভকারীরা নিজেদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেন।
বিক্ষোভকারীরা অভিনেতার বাড়িতে ঢুকে টমেটো ছুড়তে থাকেন এবং ফুলের টব ভেঙে দেন। ‘ন্যায় চাই’ স্লোগান তুলে তারা মৃত মহিলার জন্য সুবিচার দাবি করেন। পরবর্তীতে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই বিক্ষোভের সময় আল্লু বাড়ির ভেতরেই ছিলেন।
পদদলিত হয়ে মৃত মহিলার আট বছরের পুত্র এখনও কোমায় এবং হায়দরাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন।
হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে পদদলনের ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন। এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরেও আল্লু অর্জুন সিনেমা হল ত্যাগ করতে রাজি হননি। পুলিশ তাঁর ম্যানেজারের মাধ্যমে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি। অবশেষে সরাসরি অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে, তিনি সিনেমাটি শেষ না দেখা পর্যন্ত হল ছাড়তে চাননি।
শনিবার বিধানসভায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, পুলিশ অনুমতি না সত্ত্বেও আল্লু অর্জুন প্রিমিয়ারে যোগ দেন এবং নিজের গাড়ির সানরুফ থেকে হাত নেড়ে ভক্তদের উদ্দেশে অভিনন্দন জানান। এর জন্যই পদদলনের পরিস্থিতি তৈরি হয়।
রবিবার সকালে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, পুলিশ অভিনেতাকে সিনেমা হল থেকে বের করে নিয়ে আসছে। এই ভিডিও মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আরও জোরদার করেছে।
ঘটনার পর আল্লু অর্জুনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে।
#WATCH | Hyderabad, Telangana | Visuals from outside of actor Allu Arjun's residence; as per Jubilee Hills Police, six members of the Osmania University Joint Action Committee (OU-JAC) pelted stones at the actor's residence, held placards and staged a protest.
— ANI (@ANI) December 22, 2024
We have not… pic.twitter.com/Wse4vXBxzy