বিতর্ক আর সমালোচনা যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে রাখি সাওয়ান্তের জন্য। নিজের জীবন, অভিনয় জীবন, ব্যাক্তিগত জীবন, সবকিছুতেই নাটকের শেষ নেই রাখির। ‘ড্রামা কুইন’ হিসেবে খ্যাত রাখি সাওয়ান্ত এবার নতুন করে সমালোচনার মুখে।
শনিবার দিন রোজা রেখে কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন অভিনেত্রী।
সামনে থালায় সাজানো ফল ও অন্যান্য খাবার। সবার সঙ্গে ইফতারের আগে দুই হাত তুলে সবার জন্য দোয়া প্রার্থনা করেন। সেখানে হিজাব পরে নজর কাড়তেই চরম ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেন অভিনেত্রী। হাওয়াতে উড়ে যাচ্ছে রাখির হিজাব। পাপারাৎজির ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই ভাইরাল হয়। নেটিজেনদের কটাক্ষ, আগে হিজাবটা ঠিক করে সামলাতে শিখুন।‘
অন্য এক নেটিজেন লিখেছেন, ‘উনি তো কখনো খ্রিষ্টান হয়ে যান, আবার কখনো মুসলিম। যেটা করে সুখী থাকেন। যাই করুক, আগে মনটা পরিষ্কার রাখার চেষ্টা করুক। সব নাটকই প্রায় এক রকম। শুধু নাটকীয়তার ধরনটা আলাদা।’
২০২৩ সালে জীবনের প্রথম রোজা পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রথম রোজা।’ যা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন