ঈদের দিন কয়েক আগেই মিলেছে প্রাণনাশের হুমকি। বলিউডের তারকা সলমন খানের পাশাপাশি লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হুমকি মেল পেয়েছেন রাখি। হুমকি পাওয়ার পর থেকে অস্বস্তিতে টেলি তারকা।
এই বার নিজের প্রাণ বাঁচাতে মাথায় হেলমেট পরে নিলেন ‘বিগ বস্’ খ্যাত তারকা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ল রাখির হেলমেট পরা সেই ভিডিও।
কয়েকদিন আগেই লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন রাখি। আর তা নিয়েই বড্ড চিন্তায় তিনি। আর প্রাণ বাঁচাতে সলমনের মতো বুলেট প্রুফ গাড়ি তো পেলেন না, বরং মাথা ঢাকলেন হেলমেটে! হ্য়াঁ, এমনটাই করছেন রাখি।
সলমনের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রাখি সাওয়ান্ত।
খবর অনুযায়ী, সলমনের মতোই প্রাণনাশের হুমকি পেলেন রাখি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন রাখি। হুমকি ফোনেই না কি বলা হয়েছে সলমনের পাশে দাঁড়ালে রাখিকেও মেরে ফেলা হবে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন