বলিউডের অন্যতম আলোচিত প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। সবসময় নেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই জুটি।
সম্প্রতি রণালিয়া’র ছুটির ছবি পোস্ট হতেই কয়েক মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে। শত কাজের মাঝে একটু সময় বের করে কোথায় ঘুরতে গেছেন। এই নিয়ে জল্পনার শেষ নেই নেটাগরিকদের।
একদিকে রকি অউর রানী কি প্রেম কাহিনির কাজ শেষ করেছেন আলিয়া, অন্যদিকে অ্যানিম্যাল ছবির কাজ শেষ করেছেন রণবীর।
এরপর কিছুটা একান্ত সময় কাটাতে পাড়ি দিয়েছেন দুবাই। সেখান থেকেই তাদের ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে।
দুবাইয়ের এক শপিংমলে সময় কাটাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মেয়ে রাহার জন্য কিনেছেন এক ব্যাগ পোশাক। বোনপয়েন্ট সংস্থার পোশাক শিশুদের জন্য খুব জনপ্রিয়। তাই সেখানে গিয়ে আর নিজেকে সামলাতে পারলেন না রণবীর। যা যা পছন্দ হল, মেয়ের জন্য কিনে নিলেন সবকিছুই। এরপর দেশে ফিরে আবারও তিনি ফিরবেন শুটিং।
পড়ুন: দীপিকা শেয়ার করলেন ‘ফাইটার’-এর টিজারের দৃশ্য, চরম কটাক্ষের মুখে পড়লেন হৃত্বিক
অন্যদিকে, কাজের কথা যদি দেখা যায়, তাহলে আলিয়াকে এরপর দেখা যাবে করণ জোহরের বহু প্রতীক্ষিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং। সেই সঙ্গে ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। ২৮ জুলাই মুক্তি পাবে এই ছবি।
এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জরা’, সেই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, এই ছবির জন্য় রাজস্থানে লোকেশন খোঁজা শুরু করেছেন ছবির টিম।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন