Home বিনোদন সম্পর্কে ইতি টানলেন নবনিতা, কী বললেন জিতু কামাল?

সম্পর্কে ইতি টানলেন নবনিতা, কী বললেন জিতু কামাল?

টলি পাড়ায় হচ্ছেটা কী? কান পাতলেই শুধু সম্পর্ক ভাঙার গুঞ্জন। একের পর এক জুটি সম্পর্কে ইতি টানছে। বিয়ে ভাঙছে অভিনেতা জিতু কমল এবং নবনিতা দাসের।

টলি পাড়ায় হচ্ছেটা কী? কান পাতলেই শুধু সম্পর্ক ভাঙার গুঞ্জন। একের পর এক জুটি সম্পর্কে ইতি টানছে। 

বিয়ে ভাঙছে অভিনেতা জিতু কমল এবং নবনিতা দাসের।  আর সেই খবর নিজেই জানালেন নবনীতা। গত কয়েকদিন ধরেই জিতু কমল এবং নবনিতা দাসের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল।

এমনকি গত কয়েকমাস ধরে আলাদা থাকছিলেন তাঁরা। অবশেষে সোশ্যাল মিডিয়াতে জিতুর সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন নবনীতা।

আর এই খবর জানানোর পর থেকে সোশ্যাল মিডিয়াতে ঝড়। কেউ দিচ্ছেন পাশে থাকার বার্তা তো কেউ আবার বলছেন এমনটা না করার জন্যে।

নবনিতা জানান, ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা। একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা। তোয়ালে শেয়ার হবে না, সান স্ক্রিন ভাগাভাগি হবে না। কিছুই আর একসাথে হবে না। তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এটা তো তোমার কাজ ছিলো। তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দু’জন দু’জনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক। ভালো থাকো জিতু কামাল।‘

পড়ুন: ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের বাহা ওরফে রনিতা ও সৌপ্তিকের সম্পর্কে ভাঙন, কী জানালেন অভিনেত্রী?

তবে জিতুর কথায়, ‘নবনীতা বাচ্চা মানুষ। নবনীতার পুরনো দিনের একটি ছবি এবং পোস্ট শেয়ার করেই তিনি জানালেন মনের কথা। রাগ অভিমান সবকিছুই চলে নিয়মমাফিক। সেই কারণে এইসব করে বসেন মাঝে মধ্যে। আমি আগেও বলেছি আবারও বলব।  কালও তোমায় আগেলছি আর আজও তোমায় আগলাবো, আগামীতেও তাই করব। বাচ্চা বউ।‘

২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনিতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন দু’জনে। এর উত্তর হয়ত অধরাই থেকে যাবে।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version