গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করার পরেও থামতে নারাজ পর্দার গাঙ্গুবাঈ।
তবে সফল স্ত্রীর উপর কর্তৃত্ব ফলানোর সুযোগ ছাড়েন না রণবীর। আলিয়ার কথা বলা থেকে শুরু করে তার সাজপোশাক, সব নিয়েই না কি খবরদারি করেন রণবীর। এমন কান্ডে এর আগে একাধিকবার নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন ঋষি-পুত্র। কখনও কখনও জনসমক্ষে অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হয়ে ক্ষমাও চেয়েছেন। তারপরেও তাকে নিয়ে আলোচনা থামেনি।
এই মুহূর্তে ‘অ্যানিমাল’ সিনেমার প্রচারে ব্যস্ত রণবীর কাপুর। এইসময় সমালোচনা প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমি নিজে সোশ্যাল মিডিয়ায় নেই তাই আমাকে এটা নিয়ে এত মাথা ঘামাতে হয় না। তবে আমি মনে করি, নেতিবাচক আলোচনাও দরকার। একজন শিল্পী হিসাবে আমি মনে করি, আমার কাজ নিয়ে প্রশংসা ও সমালোচনা দুটোই দরকার। কেউ আমার কাজ পছন্দ করতে পারেন, আবার কারও সেটা ভালো নাও লাগতে পারে। তবে তাদের মতামতের মালিক তারাই, আমি নই। আমি কিছু দিন আগেই পড়ছিলাম একটা লেখা, আমার খারাপ স্বভাব নিয়ে। আর সত্যি বলতে আমার তাতে অসুবিধা নেই। যারা এই ধরনের অভ্যাসের বিরুদ্ধে সরব, আমি তাদের পাশেই বরং দাঁড়াতে চাই। সে ক্ষেত্রে তারা যদি মনে করেন আমাকে কেন্দ্র করে তাদের যুক্তি সামনে রাখবেন, আমি তাতেও রাজি। কারণ, তাদের লড়াইটা আমার রাগের চেয়ে বেশি জরুরি।’
কয়েক মাস আগে একটি ভিডিওতে আলিয়া জানান, অভিনয় ছাড়া অন্য সময়ে বাইরে বেরোনোর আগে তিনি লিপস্টিক পরা অনেক কমিয়ে দিয়েছেন। কারণ, তার স্বামী রণবীর না কি লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না। আলিয়ার সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রণবীরের সমালোচনায় মুখর হয়েছিলেন নেটাগরিকদের একটা বড় অংশ।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us