বলিউড-এর প্রত্যেকটি অভিনেত্রী অভিনয়ের সঙ্গে তাদের সৌন্দর্য ও স্টাইলের জন্য দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। তারা নিজের রূপের দ্বারা সবাইকে মুগ্ধ করে রেখেছেন। কিন্তু বলিউড অভিনেত্রীরা মেকআপ করে সিনেমাতে এত সুন্দর দেখতে লাগে, কিন্তু তারা মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে।
সারা আলি খান-
২০১৮ তে কেদারনাথ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক সারা আলি খানের। তিনি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। সঠিক ডায়েট এবং শরীর চর্চার মাধ্যমে স্লিম ফিট সারা আলি খানে পরিণত হন। এখনও তাকে বিভিন্ন জায়গায় মেকআপ ছাড়া দেখা যায়। তবে তিনি মেকআপ ছাড়াও সুন্দরী।
আলিয়া ভাট-
আলিয়া ২০১২ সালে বলিউডে পা রাখেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্যে দিয়ে। বিনা মেকআপে সোশ্যাল মিডিয়ায় পা রাখেন আলিয়া। বিয়ের সময়ও তিনি বিশেষ মেক আপ করেনি। তবে মেকআপ ছাড়া খুব একটা খারাপ লাগে না তাঁকে।
ক্যাটরিনা কাইফ-
বলিউডের অন্যতম সফল প্রথম সারির অভিনেত্রী তিনি। শুরুর সময় থেকেই নিজের দক্ষ অভিনয় শৈলী ও রূপের জাদুতে মোহিত করে রেখেছেন সকলকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে তাকে বিনা মেকআপে দেখা গেছে। কিন্তু তাকে সেই ভাবে খুব একটা ভালো লাগেনি।
অনুষ্কা শর্মা-
অনুষ্কা শর্মা হলেন বিটাউনের এমন এক অভিনেত্রী, যাকে মেকআপ ছাড়াও বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু তিনি যখনই ক্যামেরার সামনে আসেন, তখনই মেকআপ করেই আসেন। বর্তমান সময়ে বিরাট কোহলি এবং মেয়ের সঙ্গে বেশ ভালোই সংসার এবং কেরিয়ার সামলাচ্ছেন তিনি।
ঐশ্বর্য রাই বচ্চন-
মেকআপ ছাড়া ৯০ এর দশকের এই বিশ্বসুন্দরী ঐশ্বর্যের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। ২০১৮ সাল থেকে চলচ্চিত্র পর্দা থেকে দূরেই রয়েছেন এই অভিনেত্রী। তবে মেকআপ ছাড়া খুব একটা খারাপ লাগে না অভিনেত্রীকে।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us