বিয়ের আগে অনেক সুন্দরীর ঘাটে তরী ভিড়িয়েছেন রণবীর। তদের সঙ্গে চুপিচুপি খেয়েছেন জল। কিন্তু কেউ বাঁধতে পারেননি ছোট কাপুরকে। অবশেষে তিনি থিতু হয়েছেন আলিয়া ভাটের আঁচলে।
আলিয়ার হাত ধরে সংসারী হয়েছেন রণবীর। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা রাহা। সারাক্ষণই স্ত্রী আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ থাকেন রণবীর।
ফের স্ত্রী আলিয়া ভাটকে প্রশংসায় ভাসালেন রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আলিয়ার মতো পরিশ্রমী অভিনেত্রী আগে কখনও দেখিনি। ছবিতে অভিনয় করার সময় ওর নিষ্ঠা সত্যি আমাকে অবাক করে।‘
‘কফি উইথ করণে’ এসে মনের কথা উজাড় করে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রাক্তনদের নিয়ে কথা বলতে গিয়ে, স্পষ্টভাবে রণবীর কাপুরের নাম না নিলেও, দীপিকা কিন্তু আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর তার জীবনে কেমন ঝড় উঠেছিল।
‘কফি উইথ করণে’র দীপিকা ও রণবীর সিংয়ের এপিসোড নিয়ে তুমুল হইচই। নেটিজেনরা কেউ রিলেশনশিপ নিয়ে দীপিকার মন্তব্যের সমালোচনা করছেন, কেউ আবার দীপিকাকে কটাক্ষ করছেন। ঠিক এই সময় প্রকাশ্যে আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর কাপুর।
তবে তা হঠাৎ আলিয়া প্রশংসায় পঞ্চমুখ কেন রণবীর? এই বিষয়ে নিন্দুকরা বলছেন, রণবীরও না কি দেখেছেন দীপিকা ও রণবীর সিংয়ের ‘কফি উইথ করণে’র এপিসোড। আর দীপিকাকে জ্বালাতেই না কি প্রকাশ্যে আলিয়ার প্রশংসা করলেন রণবীর। তবে এই সাক্ষাৎকারে ‘কফি উইথ করণ’ নিয়ে মুখ খোলেননি রণবীর কাপুর।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন