স্ত্রী আলিয়া ভাটের ওপর বেশি বেশি খবরদারি করেন বলিউড অভিনেতা রনবীর কাপুর। বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন সংবাদমাধ্যমের সামনেও। ফের একই কান্ড ঘটালেন নায়ক। চটে গিয়ে পাপারাজ্জিদের দিলেন ধমক।
সম্প্রতি রাণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে পাপারাজ্জিদের সঙ্গে উত্তেজিত হয়ে বাক-বিতন্ডায় জড়াতে দেখা গেছে।
ঘটনার সূত্রপাত সইফ আলি খান ও করিনা কাপুরের দিওয়ালি পার্টিতে। স্ত্রী আলিয়াকে নিয়ে সেখানেই গিয়েছিলেন রনবীর। আলিয়ার পরনে ছিল ব্রাইট রেড লেহেঙ্গা। আর রনবীর সেজেছিলেন সাদা পাজামা ও কালো কুর্তা সুটে। সে যাই হোক, পাপারাজ্জির সামনে পোজ না দিয়েই স্ত্রীর হাত ধরে হেঁটে চলে যাচ্ছিলেন রনবীর। আলিয়া হাত টেনে ধরেন। দু’জনে মিলে ক্যামেরার সামনে পোজ দেন। এমন সময় ফটোগ্রাফাররা আলিয়ার নাম ধরে ডাকতে থাকেন। ছবি তোলার মত মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন রনবীর।
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। কয়েকদিন পরেই মুক্তি পাবে রনবীর অভিনীত ‘অ্যানিমাল’। ‘অ্যানিমাল’ সিনেমায় রনবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এছাড়া রনবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রশ্মিকা। খল চরিত্রে রয়েছেন ববি দেওল। ১ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমাল’।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন