Homeবিনোদনফের বড়পর্দায় আসছে ‘সিংঘম এগেইন’, রোহিত শেট্টি পরিচালিত ছবির মুক্তি দিওয়ালিতে

ফের বড়পর্দায় আসছে ‘সিংঘম এগেইন’, রোহিত শেট্টি পরিচালিত ছবির মুক্তি দিওয়ালিতে

প্রকাশিত

ফের বড়পর্দায় ফিরছে বাজিরাও সিংঘম। রোহিত শেট্টি ও অজয় দেবগণের হিট জুটির প্রত্যাবর্তনের খবরে স্বাভাবিক ভাবেই উত্তেজিত সিনেপ্রেমীরা। 

২০১৪ সালে পর্দায় এসেছিল ‘সিংঘম রিটার্নস’। সিংঘম-এর সিক্যুয়েল আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি অনুরাগী মহল। বলিউড গুঞ্জনে শোনা গিয়েছিল, আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’। কিন্তু সূত্রের খবর,    ২০২৪ সালে অগাস্ট মাসে মুক্তি পাবে এই ছবি।

সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে এই ছবির কথা শেয়ার করেছেন। তারপরই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়।

গত জানুয়ারিতে খোদ অজয়ই জানিয়েছিলেন ছবির ব্যাপারে। তবে তখনও বিষয়টা ছিল চিত্রনাট্য শোনার মধ্যেই সীমাবদ্ধ। যদিও তাতেই উত্তেজিত ছিলেন তারকা। 

উল্লেখ্য, বলিউডে ‘কপভার্স’ নিয়ে এসেছেন রোহিতই। যার শুরুটা হয়েছিল অজয়কে দিয়েই। পরে একে একে রণবীর সিং, অক্ষয় কুমারও খাকি পোশাকে ঝড় তুলেছেন পর্দায়, যথাক্রমে সিম্বা ও সূর্যবংশীর রূপে। এবার অপেক্ষা শুরু হল সেই পুলিশবিশ্বের নয়া ছবির।

সিঙ্ঘম এগেন’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাঁকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। 

রোহিত শেট্টির শেষ মুক্তি ছিল ‘সার্কাস’। রণবীর সিংহকে নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে দর্শকের জন্য ‘মশলা’ ছবি তৈরির জন্য বিখ্যাত তিনি। অ্যামাজন প্রাইমের জন্য ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ তৈরি করছেন তিনি যেখানে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা, শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কে।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অজয় অভিনীত ছবি ভোলা। ছবিটি সেইভাবে দর্শকের মনে ছাপ ফেলতে পারেনি বলা চলে। তবে অ্যাকশন ছবিতে যে কোনও সময়েই অজয়কে দেখতে মুখিয়ে থাকেন দর্শক। তাই সিংঘমও যে তার অন্যথা হবে না, তা বলাই যায়।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

কলকাতা রওনা হওয়ার আগে নিজের রিভলভার থেকে হঠাৎ পায়ে গুলি, জখম গোবিন্দ

মুম্বই: মঙ্গলবার ভোরে বিপত্তি ঘটালেন বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ। নিজের রিভলভার থেকে...

‘আনন্দে হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না’, দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার খবরে প্রতিক্রিয়া মিঠুনের

খবর অনলাইন ডেস্ক: এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। দাদাসাহেব ফালকে পুরস্কার...

সাফল্যের মুকুটে গৌরবোজ্জ্বল পালক দুই বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল ও অনুষ্কা সেনের

দুই বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল আর অনুষ্কা সেনের সাফল্যের মুকুটে গৌরবোজ্জ্বল পালক যোগ হল। শ্রেয়া...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?