Homeবিনোদনফের বড়পর্দায় আসছে ‘সিংঘম এগেইন’, রোহিত শেট্টি পরিচালিত ছবির মুক্তি দিওয়ালিতে

ফের বড়পর্দায় আসছে ‘সিংঘম এগেইন’, রোহিত শেট্টি পরিচালিত ছবির মুক্তি দিওয়ালিতে

প্রকাশিত

ফের বড়পর্দায় ফিরছে বাজিরাও সিংঘম। রোহিত শেট্টি ও অজয় দেবগণের হিট জুটির প্রত্যাবর্তনের খবরে স্বাভাবিক ভাবেই উত্তেজিত সিনেপ্রেমীরা। 

২০১৪ সালে পর্দায় এসেছিল ‘সিংঘম রিটার্নস’। সিংঘম-এর সিক্যুয়েল আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি অনুরাগী মহল। বলিউড গুঞ্জনে শোনা গিয়েছিল, আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’। কিন্তু সূত্রের খবর,    ২০২৪ সালে অগাস্ট মাসে মুক্তি পাবে এই ছবি।

সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে এই ছবির কথা শেয়ার করেছেন। তারপরই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়।

গত জানুয়ারিতে খোদ অজয়ই জানিয়েছিলেন ছবির ব্যাপারে। তবে তখনও বিষয়টা ছিল চিত্রনাট্য শোনার মধ্যেই সীমাবদ্ধ। যদিও তাতেই উত্তেজিত ছিলেন তারকা। 

উল্লেখ্য, বলিউডে ‘কপভার্স’ নিয়ে এসেছেন রোহিতই। যার শুরুটা হয়েছিল অজয়কে দিয়েই। পরে একে একে রণবীর সিং, অক্ষয় কুমারও খাকি পোশাকে ঝড় তুলেছেন পর্দায়, যথাক্রমে সিম্বা ও সূর্যবংশীর রূপে। এবার অপেক্ষা শুরু হল সেই পুলিশবিশ্বের নয়া ছবির।

সিঙ্ঘম এগেন’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাঁকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। 

রোহিত শেট্টির শেষ মুক্তি ছিল ‘সার্কাস’। রণবীর সিংহকে নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে দর্শকের জন্য ‘মশলা’ ছবি তৈরির জন্য বিখ্যাত তিনি। অ্যামাজন প্রাইমের জন্য ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ তৈরি করছেন তিনি যেখানে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা, শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কে।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অজয় অভিনীত ছবি ভোলা। ছবিটি সেইভাবে দর্শকের মনে ছাপ ফেলতে পারেনি বলা চলে। তবে অ্যাকশন ছবিতে যে কোনও সময়েই অজয়কে দেখতে মুখিয়ে থাকেন দর্শক। তাই সিংঘমও যে তার অন্যথা হবে না, তা বলাই যায়।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।