Homeবিনোদনসাইফ আলি খানের বাড়িতে লুকিয়ে ছিল হামলাকারী? সিসিটিভি ফুটেজে প্রবেশের চিহ্ন নেই

সাইফ আলি খানের বাড়িতে লুকিয়ে ছিল হামলাকারী? সিসিটিভি ফুটেজে প্রবেশের চিহ্ন নেই

প্রকাশিত

বলিউড তারকা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মুম্বইয়ের ব্যান্দ্রার বাড়ির সিসিটিভি ফুটেজে মাঝরাতের পর কোনও ব্যক্তির প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হামলাকারী আগে থেকেই বাড়ির ভিতরে লুকিয়ে ছিল এবং সুযোগ বুঝে রাত ২:৩০ নাগাদ আক্রমণ চালায়।

সাইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করে হামলাকারী পালিয়ে যায়। হামলার সময় অভিনেতা ও অভিযুক্তের মধ্যে ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বর্তমানে ৫৪ বছর বয়সী অভিনেতা মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে দুটি গভীর ক্ষত রয়েছে, যার মধ্যে একটি মেরুদণ্ডের কাছাকাছি।

মুম্বই পুলিশের বিবৃতি অনুযায়ী, “অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে অনুপ্রবেশ করে। ধস্তাধস্তির সময় অভিনেতা আহত হন। তদন্ত চলছে।”

এই ঘটনা মুম্বইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধী শিবসেনা (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেছেন, “মুম্বইয়ের মতো শহরে যদি সেলিব্রিটিরা সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের কী হবে? এটা লজ্জাজনক যে এমন উচ্চ-প্রোফাইল হামলা ঘটছে। মুম্বই পুলিশ ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।”

চতুর্বেদী আরও বলেন, “বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। সালমান খানকে বুলেটপ্রুফ বাড়িতে থাকতে বাধ্য করা হয়েছে। এখন সাইফ আলি খান আক্রান্ত হলেন। এই এলাকায় সবচেয়ে বেশি সেলিব্রিটি থাকেন, যেখানে সুরক্ষা যথেষ্ট হওয়া উচিত ছিল। মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা কি ধসে পড়ছে?”

সাইফের টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, “এটি একটি পুলিশি তদন্তাধীন বিষয়। আমরা গণমাধ্যম ও ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ জানাই।”

উল্লেখ্য, গত কয়েক বছরে মুম্বইয়ে একাধিক উচ্চ-প্রোফাইল হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বাবা সিদ্দিকির হত্যা ও সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা।

বাড়িতে ঢুকে সাইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলা চালাল চোর, হাসপাতালে অভিনেতা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।