Homeবিনোদনসইফ আলি খানের উপর হামলাকারী 'বাংলাদেশি নাগরিক', ভারতে এসে নামও পরিবর্তন করে,...

সইফ আলি খানের উপর হামলাকারী ‘বাংলাদেশি নাগরিক’, ভারতে এসে নামও পরিবর্তন করে, জানাল পুলিশ

সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

প্রকাশিত

অভিনেতা সাইফ আলি খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে চুরি এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে মুম্বই পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বইয়ে বসবাস করছিলেন।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম রবিবার সকালে জানান, বুধবার গভীর রাতে সাইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা এবং তাঁর ওপর হামলার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তের কাছে কোনো ভারতীয় নথি নেই। পুলিশ সন্দেহ করছে শরিফুল বাংলাদেশ থেকে এসেছেন।

গেদাম আরও জানান, অভিযুক্ত প্রায় চার মাস ধরে মুম্বইয়ে একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করছিলেন এবং নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন। পুলিশের মতে, অভিযুক্ত ফায়ার এক্সিটের মাধ্যমে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। বাড়ির পরিচারিকা তাকে দেখতে পেয়ে চিৎকার করলে তিনি সাইফ আলি খান ও পরিচারিকার ওপর আক্রমণ করেন।

সাইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন।

ঘটনার রাতে বাড়ির পরিচারিকা এলিয়ামা ফিলিপ জানান, রাত ২টা নাগাদ তিনি প্রথমে শব্দ শুনে সন্দেহ করেন। পরবর্তীতে বাথরুম থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখেন। তিনি দ্রুত ছেলের ঘরে যান, যেখানে হামলাকারী তাঁকে আক্রমণ করেন এবং টাকা দাবি করেন।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে ডাকাতি, আক্রমণ এবং অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।