বলিউড অভিনেতা সাইফ আলি খান বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন। জানা গিয়েছে, রাত ২:৩০ নাগাদ এক দুষ্কৃতী সাইফের বাড়িতে ঢুকে পড়ে।
দুষ্কৃতী বাড়িতে ঢুকে অভিনেতার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং সাইফকে চারবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এই ঘটনার পর সাইফ আলি খানকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতা এখন বিপদমুক্ত।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, এই ঘটনার পেছনে এক দুষ্কৃতী জড়িত।
সাইফের বাড়ির তিনজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, ধস্তাধস্তির সময় একজন কর্মচারীও আহত হয়েছেন।
সাইফ আলি খানের টিম থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, “মিঃ সাইফ আলি খানের বাড়িতে এক চুরির চেষ্টা করা হয়েছিল। তিনি বর্তমানে হাসপাতালে এবং অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা মিডিয়া ও ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করছি। এটি একটি পুলিশি তদন্তের বিষয়। আমরা পরিস্থিতি সম্পর্কে আপনাদের আপডেট দেব।”
উল্লেখ্য, সাইফ আলি খান, করিনা কাপুর ও তাঁদের দুই পুত্রসন্তান সম্প্রতি সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপন করে মুম্বই ফিরে এসেছিলেন।