জেনেবুঝেই কী এই আচরণ করলেন সালমান খান। ভিকির সাথে এই দুর্ব্যবহারের কারণ কী তাহলে ক্যাটরিনা কাইফ? উত্তর খুঁজছে নেটপাড়া।
আইআইএফএ পুরস্কারের জমজমাট অনুষ্ঠানের জন্য় প্রায় পুরো বলিউড পৌঁছে গেছে আবু ধাবিতে। এই শো সঞ্চলনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক বৈঠকে ভিকির সঙ্গে ঘটল এমন ঘটনা।
ভিডিওতে দেখা গেছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সালমান অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন।
Only Salman Khan’s walk is enough to break the Internet 🔥#Tiger3 pic.twitter.com/Rr9YAsuPCD
— Rohit Pathak (@Being_Rohitp) May 26, 2023
সালমানকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাইজানের দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সালমানের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে। সালমানের ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছে ভিকিকে দেখে বেশ বিরক্ত ভাইজান।
অভিনেতার এমন ব্যবহারে হতবাক নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘‘সালমান ভিকির সঙ্গে কথা বললেন না পর্যন্ত।‘ কারও প্রশ্ন, ‘এই লোকটার কিসের এত অহঙ্কার’? যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি সালমান বা ভিকি কেউই।
ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বলেলন ভিকি
এই ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হলে ভিকি বলেন,’কখনও কখনও ভিডিয়োতে যা দেখায় বাস্তবে তা নয়। ওই ভিডিয়োটা নিয়ে একটু বেশি চর্চা হচ্ছে। ওটা নিয়ে কথা বলা কোনও মানে হয় না। ‘
ভিডিয়ো- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন