সালমন খানকে ফের খুনের হুমকি। এইবার এক ডাক্তারি পড়ুয়া তাঁকে হুমকি-বার্তা পাঠিয়েছে।
সূত্রের খবর, হরিয়ানার বাসিন্দা চিকিৎসাবিদ্যার তৃতীয় বর্ষের এক প্রবাসী ছাত্র খুনের হুমকি দিয়েছে সালমনকে।
মুম্বাই প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করেছে। যুবককে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই যুবকই নাকি মার্চ মাসে গোল্ডি ব্রারের নাম করে সলমনকে হুমকি ইমেল পাঠিয়েছিলেন।
শিক্ষাবর্ষ শেষ করে বছরশেষে তাঁর দেশে ফেরার কথা ছিল। পুলিশের প্রাথমিক ধারণা যে, হুমকি ইমেলটি সালমনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেটি নিছক রসিকতা। লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রারের হুমকির সঙ্গে এই মেলের কোনও সংযোগ থাকার সম্ভাবনাও তারা উড়িয়ে দিয়েছে।
সলমন খানকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রকি ভাই নামে যোধপুরের এক বাসিন্দাকে কিছুদিন আগেই গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ।
একের পর এক প্রাণনাশের হুমকি। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তাই চলতে হয় পর্দার দামাল নায়ককে।
সদ্যই মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শাহরুখের ‘পাঠান’ ছবির সামনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে সালমানের এই ছবি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন