Homeবিনোদনপাপারাৎজিদের ক্যামেরায় ফুটে উঠল সালমানের নতুন লুক, কেন আঁতকে উঠল নেটবাসী?

পাপারাৎজিদের ক্যামেরায় ফুটে উঠল সালমানের নতুন লুক, কেন আঁতকে উঠল নেটবাসী?

প্রকাশিত

সলমন খান, বলিউডের ভাইজানকে নিয়ে চর্চা হয়নি এমনটা  হয়তো কখনও হয়নি। সর্বদাই খবরের শিরোনামে থাকেন সলমন খান। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ নিয়ে আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে সলমন।

তবে প্রেম ছাড়াও তার সুঠাম চেহারার জন্য সবসময়েই চর্চায় থাকেন ভাইজান। ফিটনেসপ্রেমী তার এই চেহারার জন্য কম পরিশ্রমও করতে হয় না অভিনেতাকে।

সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরায় সলমনকে দেখা গেছে মাথায় একেবারে চুল নেই এই অবস্থায়।

রবিবার রাতে সম্পূর্ণ অন্য লুকে ধরা পড়েন সলমন খান। রাতের অন্ধকারে গাড়ি করে একটি রেস্তোঁরাতে নামেন তিনি। প্রথমে তাঁকে চিনতেই পারেননি তাঁর ভক্তরা। কালো প্যান্ট আর কালো শার্ট করে ছিলেন। কিন্তু তাঁর মাথা ছিল সম্পূর্ণ কামানো। অর্থাৎ ন্যাড়া হয়ে গেছেন সলমন খান।

পড়ুন: ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ ছবিতে বড়সড় বদল, রণবীরের বিপরীতে কাকে দেখা যাবে?

বলিউডে গুঞ্জন নতুন ছবির জন্য মাথা কামিয়ে ফেলেছেন সলমন খান। করণ জোহর আর বিষ্ণ বর্ধমনের আপকামিং প্রজেক্টে অভিনয় করতে পারেন ভাইজান। সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত শেরশাহ ছবির সাফল্যের পর এই প্রযোজক-পরিচালক জুটি সেনাবাহিনীর ওপর আরও একটি ছবি তৈরি করতে চলেছেন। সেখানেই এক সেনাকর্তার ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে সলমন খানের।

চলতি বছর নভেম্বর থেকেই ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। ২০২৪ সালের খ্রিস্টমাসের সময় অর্থাৎ ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বলিউডে গসিপ শুধুমাত্র মাথা কামিয়েই খান্ত নন ভাইজান। মেদবিহীন শরীরের জন্য ইতিমধ্যেই দীর্ঘ সময় তিনি জিমেই কাটাচ্ছেন। শারীরিকভাবে নিখুঁত হওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সলমন। তবে বর্তমানে টাইগার থ্রি-র সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে সলমন খানের কেরিয়ার। 

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।