কলকাতা: তথাকথিত তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির ‘মৃত্যু’কে ঘিরে যে রহস্য রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে কাহিনিচিত্র ‘সন্ন্যাসী দেশনায়ক’। প্যারিস উৎসবে এই চলচ্চিত্রটি দেখানো হবে।
অম্লান কুসুম ঘোষ পরিচালিত এই ছবিতে নেতাজির ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি। নেতাজি সুভাষচন্দ্র বসুর দুই ঘনিষ্ঠ সহযোগী লীলা রায় এবং মেহের আলির ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে লকেট চ্যাটার্জি এবং শাশ্বত চট্টোপাধ্যায়।
‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবির একটি দৃশ্যে।
রবীন্দ্রসংগীতের অন্যতম গুণী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবিতে একটি গান গেয়েছেন। এ ছাড়াও কণ্ঠ দিয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং পিউ মুখোপাধ্যায়।
অম্লানবাবু জানান, প্যারিসে ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘ফেস্টিভ্যাল দে সিনেমা ইন্ডিয়েন এ প্যারি’। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ওই উৎসবে ‘সন্ন্যাসী দেশনায়ক’ দেখানো হবে। এর পর ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ফ্রান্সের তুলুজ শহরে অনুষ্ঠিতব্য ‘ফেস্টিভ্যাল দে ইন্ডিয়েন’-এও দেখানো হবে এই ছবি।
নেতাজিরূপী ভিক্টরকে নির্দেশ দিচ্ছেন পরিচালক অম্লান কুসুম ঘোষ (মাঝখানে)।
অম্লানবাবু আরও জানান, তিনি ৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্যারিসে থাকবেন। তার পর তুলুজে যাবেন উৎসবে হাজির থাকতে। এশীয় চলচ্চিত্র ও ভারতীয় চলচ্চিত্র নিয়ে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে প্যারিসে।
‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবির পোস্টার।
তথাকথিত তাইহোকু বিমান দুর্ঘটনার পর নেতাজির কী হল তা জানতে আগ্রহী বিশ্ববাসী। নেতাজির মৃত্যুরহস্য নিয়ে সারা বিশ্বেই আগ্রহ বাড়ছে। ‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবিটি কানাডায় দেখানো হয়েছে। এই ছবিটি ভারতীয় অভিবাসীদের উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে।