সারা আলি খানের সঙ্গে শুভমান গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। মাসখানেক আগে এক রেস্তরাঁর দুই তারকাকে দেখে জোর গুঞ্জন শুরু হয়। কিন্তু দু’জনে সম্পর্কে কী এইবার ইতি টানল?
সম্প্রতি সারা আলি খান ও শুভমানের একটি ডিনারের ডেটের ছবি ভাইরাল হয়েছিল। সারা ও শুভমান, দুজনের কাজের ক্ষেত্র আলাদা। তা হলে কীসের জন্য তাঁরা একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন। এই নিয়েই যত জল্পনা।
তবে এই ব্যাপারে দু’জনের কেউই মুখ খোলেন নি। এছাড়া দু’জনের সম্পর্ক নিয়েও কোনও দিন পরিষ্কার করে কিছু জানা যায় নি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টা এড়িয়েও যাননি ক্রিকেট তারকা।
একাধিকবার সারা-শুভমানকে একসঙ্গে দেখাও গেছে। সেই থেকেই নবাবকন্যার সঙ্গে বাইশগজ তারকার প্রেমের খবর রটে যায়।
তবে সম্প্রতি সারা ও শুভমানের বিচ্ছেদ হয়েছে। আগে একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেও এখন দু’জনেই আনফলো করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরের মুখ দেখতে চান না।
এইসবের মাঝেই শোনা যায়, শচীন তেণ্ডুলকর-কন্যা সারা তেণ্ডুলকরের প্রেমে মজেছেন শুভমান। সেই কারণেই কি বিচ্ছেদ আরেক সারার সঙ্গে? সেই উত্তর অধরা থাকলেও সমাজ মাধ্যমে মিলল বড়সড় ইঙ্গিত।
আইপিএলের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মের স্টুডিওতে নিজের ছবির প্রচারে গিয়ে সারা জানান, তাঁর পছন্দের দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি দেখতে চান। তাঁর মন্তব্য হইচই ফেলেছিল। শুভমন বা তাঁর দলের নামও মুখেও আনেন নি অভিনেত্রী।
এইদিকে শুভমনের একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি ফের ভাইরাল হয়েছে। যেখানে বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী হিসেবে সারা আলি খানের নাম করেছেন পাঞ্জাব পুত্তর।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন