Home বিনোদন ‘সত্যপ্রেম কি কথা’-র টিজার মুক্তি পেল, প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন

‘সত্যপ্রেম কি কথা’-র টিজার মুক্তি পেল, প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন

অবশেষে মুক্তি পেল ‘সত্যপ্রেম কি কথা’ ছবির টিজার। ছবির টিজার কবে আসবে সেই নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত সত্যপ্রেম কি কথা-র টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

২০২১ সাল থেকেই বারবার চর্চায় উঠে এসেছে কার্তিক-কিয়ারা জুটির এই প্রেমের ছবি। শুরুতে ছবির নাম রাখা হয়েছিল সত্যনারায়ণ কি কথা।  তবে ছবির নাম ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় ছবির নাম বদলে দেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ছবির নতুন নামকরণ করা হয় সত্যপ্রেম কি কথা। ছবিতে সত্যপ্রেমের চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান। কিয়ারাকে দেখা যাবে কথার ভূমিকায়।

যেখানে জমকালো বিয়ের ঝলক, চোখ জুড়ানো পাহাড়ি রোম্যান্স- সব মিলে দারুণ কিছু দৃশ্য দেখা গেছে। এই মিউজিক্যাল লাভ স্টোরির ঝলক দেখে বেশ আনন্দিত কার্তিক-কিয়ারার ভক্তরা।  

সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ।

রোমান্টিক ঘরানার সিনেমাটির টিজারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি।

এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।  

প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।

এর আগেও ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ তে অসাধারণ অভিনয়ে প্রশংসিত হয়েছিলেন তাঁরা। 

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version