ক্রিকেট জগতের তারকা শুভমন গিলকে দেখা যাবে একেবারে অন্য একটি ভূমিকায়। খেলার জগতে তিনি অনেক প্রশংসা পেয়েছেন, এইবার এই নতুন ভূমিকায় তিনি সফল হতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।
বৃহস্পতিবার ‘স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’-এর ছিল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেশি স্পাইডার ম্যান অবতারে শুভমন গিল লাফিয়ে উঠে পড়লেন গাড়ির মাথায়। সবুজ শার্ট ও সাদা প্যান্ট পরে হাজির হন শুভমান। তাঁকে দেখতে ভালোই উন্মাদনা চোখে পড়ে।
বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি এই ছবি শুধু বাংলাতেই নয়, বড়পর্দায় ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ‘স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’-এর আকর্ষণের কেন্দ্রে রয়েছেন ২২ গজের ক্রিকেট তারকা শুভমন গিল।
‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ -এর হিন্দি এবং পাঞ্জাবি সংস্করণে শুভমন গিল ভয়েস ওভার দিয়েছেন। পবিত্র প্রভাকরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। এই চরিত্রটি ইন্ডিয়ান স্পাইডার-ম্যান নামেও পরিচিত।
শুভমানের কথায়, ছোটবেলা থেকেই স্পাইডার-ম্যানের প্রতি আকর্ষণ অনুভব করে থাকি। সুপারহিরোদের মধ্যে এই চরিত্রের সঙ্গেই বেশি একাত্মতা অনুভব করি। স্পাইডার ম্যানের প্রথম ভারতীয় অবতারে চরিত্র তাঁর গলায় সংলাপ বলবে, ভেবেই উচ্ছ্বসিত গিল।
স্পাইডার-ম্যান খুবই জনপ্রিয় একটি চরিত্র। ‘স্পাইডার-ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ স্পাইডার-ম্যান হল একটি অ্যানিমেশন সিনেমা। ১ জুন, ২০২৩-এ এই সিনেমাটি ভারত তথা পুরো বিশ্বে মুক্তি পাবে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন