Homeবিনোদন'এটা মৃত্যুদণ্ড' ! দিল্লি-এনসিআর থেকে সব রাস্তার কুকুরকে সরানোর সুপ্রিম নির্দেশেকে তোপ...

‘এটা মৃত্যুদণ্ড’ ! দিল্লি-এনসিআর থেকে সব রাস্তার কুকুরকে সরানোর সুপ্রিম নির্দেশেকে তোপ সেলেবদের

প্রকাশিত

দিল্লি, গুরগাঁও, নয়ডা ও গাজিয়াবাদ থেকে সব রাস্তার কুকুরকে সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বেঞ্চের স্পষ্ট বক্তব্য, এনসিটি দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় কোনও অবস্থাতেই রাস্তার কুকুর থাকা যাবে না, এবং ধরা পড়া কোনও প্রাণীকে ফের রাস্তায় ছেড়ে দেওয়া হবে না। পাশাপাশি, এই অভিযান ব্যাহত হলে দায়ীদের বিরুদ্ধে আদালত মামলা চালানো হবে। রাজ্য ও পুরসভাগুলিকে যথাযথ স্টাফ-সহ শেল্টার তৈরি করে কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণের ব্যবস্থার নির্দেশও দিয়েছে আদালত।

এই নির্দেশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন একাধিক সেলিব্রিটি। অভিনেত্রী জাহ্নবী কাপুরবরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে লিখেছেন, “সমস্যা আছে ঠিকই, কিন্তু পুরো একটি প্রাণী সম্প্রদায়কে খাঁচাবন্দি করা কোনও সমাধান নয়।” সেই নোটে বলা হয়, এই কুকুররা শুধু ‘স্ট্রে ডগ’ নয়— তারা চায়ের দোকানের সামনে বিস্কুটের জন্য অপেক্ষা করে, দোকানের পাহারা দেয়, বাচ্চাদের স্কুল থেকে ফেরার সময় লেজ নাড়ে, আর শীতল শহরে উষ্ণতা ছড়ায়। সমাধান হতে পারে নির্বীজকরণ, নিয়মিত টিকাকরণ, কমিউনিটি ফিডিং জোন ও দত্তক প্রচারাভিযান— শাস্তি নয়, বন্দিত্ব নয়।

গায়িকা চিন্নময়ী শ্রীপদা এক্স-এ লিখেছেন, “এটা আসলে সব কুকুরের জন্য মৃত্যুদণ্ড।” তিনি অভিযোগ করেন, ভারতে অনেকেই বিদেশি জাতের কুকুরকে বংশবৃদ্ধির জন্য ব্যবহার করে পরে রাস্তায় ছেড়ে দেন, এবং তথাকথিত শেল্টারে তাদের বেঁচে থাকা কঠিন।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক্স-এ লিখেছেন, “রাস্তার মানুষ অন্তত কিছু কুকুরকে খাওয়ায়। শেল্টারে তারা অনাহারে-অতৃপ্তিতে মারা যাবে। এটা একপ্রকার গণহত্যার শামিল। কেউ একজন পিটিশন শুরু করুন।”

গীতিকার-কমেডিয়ান বরুণ গ্রোভার বলেন, স্ট্রে ডগ সমস্যা আসলেই মানুষের তৈরি, আর বহুবার নির্বীজকরণ কর্মসূচি সমাজেরই একাংশ আটকে দিয়েছে। এখন শেল্টারে পাঠানোর নামে আসলে কুকুরদের অনাহারে মারা যাওয়ার পথে ঠেলে দেওয়া হচ্ছে।

janhvi kapoor

অভিনেতা-কমেডিয়ান বির দাস নিজের দত্তক নেওয়া রাস্তার কুকুরদের ছবি শেয়ার করে দিল্লিবাসীদের রাস্তার কুকুর দত্তক নিতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রাণীকল্যাণ সংগঠনগুলিকে সমর্থন ও সাহায্য করার অনুরোধ করেন তিনি।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে, প্রাণী অধিকারকর্মী ও সাধারণ মানুষও এখন মানবিক সমাধানের দাবিতে সরব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমন প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।