‘কিং’-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্য করতে গিয়েই চোট পেলেন শাহরুখ খান। পিঠে চোট পান তিনি, এমনটাই জানিয়েছে সূত্র। তবে চিন্তার কিছু নেই— চোট গুরুতর নয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউডের ‘বাদশা’।
শাহরুখ বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন বিশ্রামে। চোট পাওয়ার পর প্রথমে তিনি আমেরিকায় যান চিকিৎসার জন্য। সেখান থেকে লন্ডনে গিয়ে এখন সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন। এই অবস্থায় তাঁর একটি নির্ধারিত শ্রীলঙ্কা সফরও আপাতত বাতিল করা হয়েছে।
এই দুর্ঘটনার ফলে প্রভাব পড়েছে ‘কিং’ ছবির শুটিং সূচিতে। ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, সেপ্টেম্বর থেকে ফের শুরু হবে শুটিং।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। ছবিটি একাধিক কারণে বিশেষ। প্রথমত, এটি শাহরুখ-কন্যা সুহানা খানের বড় পর্দায় আত্মপ্রকাশ। তাঁর শেষ দেখা গিয়েছিল Netflix-এর ‘The Archies’-এ।
ছবিতে আরও রয়েছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মা। ফলে এই অ্যাকশন-প্যাকড ছবির প্রতি দর্শকের প্রত্যাশা অনেকটাই।
চোট পেয়ে শুটিং পিছোলেও, শাহরুখের দ্রুত আরোগ্য কামনায় সরব তাঁর অনুরাগীরা। তাঁদের আশা, খুব শিগগিরই সুস্থ হয়ে ‘কিং’ নিয়ে ফের হাজির হবেন প্রিয় তারকা।