শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কবে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবেন? দীর্ঘদিন ধরেই এই একটি প্রশ্ন শোনা যাচ্ছিলো সিনেপ্রেমীদের মুখে মুখে।
মাদককান্ডে গ্রেফতার হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, শাহরুখের ছেলের দ্বারা আর কিছুই হবে না। অনেকের মতে, আরিয়ানকে নাকি ঠিকমতো মানুষই করতে পারেননি শাহরুখ। তবে সেই সব বিতর্ককে পিছনে ফেলে নতুন করে সব কিছু গুছিয়ে নিচ্ছেন আরিয়ান।
সূত্রের খবর, জামা-কাপড়ের ব্যবসা শুরু করছেন আরিয়ান। আর এই বার নতুন খবর হল এই ব্র্য়ান্ডের জন্য যে বিজ্ঞাপন তৈরি হচ্ছে, তা পরিচালনার দায়িত্ব নিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান।
আর আরিয়ানের পরিচালনায় এই বিজ্ঞাপনে অভিনয় করতে চলেছেন শাহরুখ। সম্প্রতি সেই বিজ্ঞাপনের টিজারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শাহরুখ খান।
কয়েকদিন আগে কলকাতায় ইডেন গার্ডেনে কেকেআরের খেলায় একইরকম জামা পরতে দেখা গিয়েছিল শাহরুখ, আরিয়ান ও সুহানাকে। যেখানে দেখা গিয়েছে ক্রশ চিহ্ন। সেই ক্রশ চিহ্নই আরিয়ানের পোশাক ব্র্য়ান্ডের লোগো। খেলার মাঠ থেকেই নতুন পোশাক ব্র্যান্ডের প্রচার শুরু করে দিয়েছিলেন শাহরুখ-আরিয়ানরা।
এছাড়া শোনা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় অ্যালকোহল মেকার্সদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আরিয়ান। মদের ব্যবসায় আরিয়ানের দুজন পার্টনার হলেন বান্টি সিং ও লেতি ব্লাগোয়েভা। ইতিমধ্যেই তারা একটি কোম্পানি তৈরি করেছেন, যেটির নাম স্লাব ভেঞ্চারস।
২০২০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন আরিয়ান খান।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন