২০১৮ সালে ‘জিরো’ ছবিতে ব্যর্থতার পর প্রায় চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন শাহরুখ খান। তবে ২০২৩ সালে পাঠান ছবি দিয়ে আবারও রূপালী পর্দায় ফিরবেন বলিউড বাদশা। আবারও যেন তিনি একটি নতুন ইনিংস দিয়ে শুরু করলেন জীবনের যাত্রা।
‘ডন ৩’ বলিউড ইতিহাসের বহুল প্রত্যাশিত সিকুয়েলগুলোর মধ্যে অন্যতম। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ডন’। পরবর্তীতে ২০১১ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় সিক্যুয়েল ‘ডন ২’। নাম ভূমিকায় অ্যান্টি হিরো চরিত্রে শাহরুখের নজরকাড়া অভিনয়, দুর্দান্ত চিত্রনাট্য এবং ধুন্দুমার অ্যাকশনের বদৌলতে দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্যের দেখা পেয়েছিল। ফের ‘ডন ৩’ ছবিতে নতুন ভাবে এন্ট্রি নেবেন বলিউড বাদশা শাহরুখ খান।
প্রযোজক রিতেশ জানিয়েছেন, ‘ফারহান এখনও স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত। এইবারও শাহরুখই থাকছেন প্রধান চরিত্রে। আমরা সকলেই খুব উদগ্রীব ডন হিসেবে শাহরুখকে দেখার জন্য। ছবির প্লট প্রসঙ্গে জানি না, তবে আশা করছি দারুণ কিছু হবে”।
২০০৬ সালে শাহরুখকে নিয়েই রিমেক বানান এক্সেল প্রোডাকশন। আবার ২০১১ সালে এই সিকুয়াল তৈরি হয়। সেই থেকেই আবারও তিন নম্বর পার্ট এর অপেক্ষায় রয়েছে প্রত্যেকেই।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন