অরিজিৎ সিং। এই নামটাই সব কিছু। যার গলাতে আছে ভগবানের বাস। অরিজিৎ মানেই সুরের জাদু।
ফের সুখবর অনুরাগীদের জন্য। পাঠান ছবির পর এইবার জওয়ান ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং।
খবর অনুযায়ী, জওয়ানের নির্মাতা অ্যাটলি ও সুরকার অনিরুদ্ধ রবিচান্দেরই অরিজিৎকে জওয়ানে গান গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শাহরুখ খানও এই সিদ্ধান্তে খুবই খুশি। পাঠানের পর আরও একবার অরিজিৎ-এর লিপে গান গাওয়ার সুযোগ পেয়ে আনন্দে আপ্লুত বলিউডের বাদশা।
শাহরুখ খান জানিয়েছেন, ‘অরিজিৎ রত্ন। আমার পরবর্তী ছবিতে গান গাইবেন তিনি। আশা করি সকলের ভালো লাগবে’।
পাঠানের আগে শাহরুখের রেইজ মুভির জালিমা, দিলওয়ালে ছবিতে গেরুয়াতেও শাহরুখের লিপে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন অরিজিৎ।
হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম আর কন্নড় ভাষায় মুক্তি পাবে শাহয়া ও নয়নতারা জুটির প্রথম ছবি জওয়ান।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন