ধনকুবেরদের থেকে কোনও অংশেই পিছিয়ে নেই। বিদেশের তারকাকেও পর্যন্ত পিছনে ফেলে দিয়েছে।
‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’ নামের এক টুইটার হ্যান্ডল এই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে বলিউড বাদশার।
সেই সূত্রানুযায়ী, বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে শাহরুখ খান। একমাত্র ভারতীয় অভিনেতার মধ্যে রয়েছে কিং খান। তালিকার প্রথম তিনে রয়েছে তিনজন হলিউড তারকা জেরি সেনফেল্ড, টাইলার পেরি, ডোয়েন জনসন। এরপরই আছেন বাদশা। তাঁর রোজগার ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছে টম ক্রুজ, জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরো।
পাঠানে’র আড়াই মিনিটের ট্রেলারে ঝড় তুলে দিয়েছেন শাহরুখ খান। একেবারে যেন টানটান উত্তেজনা। স্বাভাবিক ভাবেই বাদশার ভক্তদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। অধীর আগ্রহ ও অপেক্ষায় রয়েছে নেটমহল বাদশার এই অ্যাকশন ছবি দেখার জন্য। এরই মধ্যে নেটপাড়ায় তোলপাড় পড়ে গেছে ধনী অভিনেতাদের তালিকায় কিং খান রয়েছে এই খবর নিয়ে।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর জানতে দেখুন খবর অনলাইন।