পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতার ছবি ‘ফাটাফাটি’,  মুক্তি পেল প্রথম গান

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও ‘বাবা বেবি ও’-র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে অরিত্র  মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি ‘ফাটাফাটি’ আসছে বড় পর্দায়।

২৫ মার্চ শনিবার মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ও নন্দিতা রায়ের পরিচালিত ছবি ‘ফাটাফাটি’র প্রথম গান।

‘প্রেম… কারণে অকারণে’! ‘ফাটাফাটি’-র ‘জানি অকারণ’ গানটি শোনা যাবে সংগীত শিল্পী অন্তরা মিত্রের কণ্ঠে। অন্তরা এই প্রথম প্লেব্য়াক করলেন শিবু-নন্দিতার ছবিতে।

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে। 

এক বছর আগে যে টিজারটি মুক্তি পেয়েছিল সেখানে দেখা গিয়েছিল এই ছবিটি মূলত বডি শেমিং-এর বিরুদ্ধে কথা বলবে। স্বাস্থ্যবান চেহারার মানুষদের অনেক সময়ই নানা কটুক্তির শিকার হতে হয়। অনেক সময় এতটাই ব্যঙ্গ করা হয় তাদের চেহারা নিয়ে যে তাদের আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। অনেক ক্ষেত্রে অনেকে ভুল পদক্ষেপ নেন। এইসব কিছুর বিরুদ্ধে কথা বলবে এই ছবি। ১২ মে প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাবে।

ছবি ও ভিডিও-  ইন্সটাগ্রাম, ইউটিউব

খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন।

বিজ্ঞাপন