Homeবিনোদনমুক্তি পেল স্বস্তিকা-পরমব্রত অভিনীত 'শিবপুর' ছবির টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?

মুক্তি পেল স্বস্তিকা-পরমব্রত অভিনীত ‘শিবপুর’ ছবির টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?

প্রকাশিত

সব বিতর্কের অবসান ঘটিয়ে শুক্রবার ছবির মুক্তি পেল শিবপুর ছবির টিজার। ছবির টিজারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে নন-গ্ল্যামারাস লুকে। অন্যদিকে পরমব্রতকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। শিবপুরের প্লটে থাকছে নেতা-মন্ত্রী এবং রাজনীতির অন্ধকার দিক। বহুদিন পর ফের জুটি বাঁধছেন স্বস্তিকা এবং পরমব্রত।

সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়।

পরমব্রত ও স্বস্তিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, রাজদীপ সরকার, সৌমেন ঘোষেরা।

এই ছবিটি আগামী ৩০ জুন বড়পর্দায় মুক্তি পাবে। কয়েক মাস আগেই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে।

খুন, রক্তারক্তি, রাজনৈতিক ষড়যন্ত্র, অন্ধকার জগতের মাফিয়ারাজ, রহস্য, রোমাঞ্চের সমস্ত উপকরণ মজুত এই সিনেমায়। টিজারেই মিলল তার ঝলক। যা মনে করিয়ে দিল রক্তগরম করা অনুরাগ কাশ্যপের ‘ওয়াসেপুর’ ছবির কথা। দুর্ধর্ষ অবতারে পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিতে সিনেমাটোগ্রাফি করছেন প্রসেনজিৎ চৌধুরী এবং সম্পাদনা সুজয় দত্ত রায়।

আশির দশকের বাম-কংগ্রেস দ্বন্দের জেরে রাজনৈতিক অরাজকতা চরমে উঠেছিল। যা কলকাতার সঙ্গে ছড়িয়ে পড়েছিল সংলগ্ন হাওড়া আর শিবপুরেও।

প্রায় প্রতিদিন হত রাজনৈতিক হত্যা। ভয়ে বিকেলের পর বাড়ির বাইরে পা রাখতেন না কেউ। ধীরে ধীরে পরিস্থিতি চলে যাচ্ছিল হাতের বাইরে। আর তখনই এই ঝামেলায় রাশ টেনেছিলেন তৎকালীন বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সঙ্গত দিয়েছিল আইপিএস অফিসার সুলতান সিংহ।

অনেকদিন পর আবার এই সিনেমা দিয়ে একসঙ্গে কাজ করেছেন পরমব্রত ও স্বস্তিকা। তবে এর আগেও অনেক সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা মিলেছিল। ভূতের ভবিষৎ, মাছ মিষ্টি অ্যান্ড মোর, ০৩৩, শাহজাহান রিজেন্সি, ইত্যাদি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

২০১৯ সালের পর আবার ২০২৩ -এ তাঁদের একসঙ্গে অরিন্দম ভট্টাচার্যের এই ছবিতে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে তারকাদের। এই ছবিটি একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি। তবে নতুন ছবি ‘শিবপুর’-এর লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে।

‘শিবপুর’ ছবি ঘিরে বিতর্ক যেন শেষ নেই।  বেশ কিছুদিন আগে ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নগ্ন ছবির নমুনা দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে ইম্পায় অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী।

এরপর প্রযোজকদের নিয়ে ডাকা একটি ইম্পার বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় এই ছবি থেকে প্রযোজক হিসেবে সন্দীপের নাম সরিয়ে দিয়েছেন।

এখানেই শেষ নয়। অজন্তার দাবি, পুরো বিষয়টিই ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘কারসাজি’তে হয়েছে। শিবপুর ছবির প্রযোজকদের দাবি ছিল, পুরো পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারের অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সেই কারণেই এই হুমকি। শুধু তা-ই নয়, প্রযোজক সন্দীপ সরকার মেল করে জানান, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানির মামলা করবেন। এক জন আমেরিকান নাগরিকের তরফে টাকা নিয়ে তাঁকে হেনস্থা করেছেন বলেও ছিল অভিযোগ উঠেছিল।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন 

আরও পড়ুন: দেবের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষাকে, পরিচালনায় অভিজিৎ সেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।