বাংলা চলচ্চিত্র জগতে ধারাবাহিক এবং থিয়েটারের এক বিখ্যাত অভিনেতা রজাতাভ দত্ত। এছাড়া জি বাংলায় প্রচারিত হাস্য রসাত্মক টেলিভিশন অনুষ্ঠান মীরাক্কেলের একজন বিচারকের ভূমিকায় কাজ করেছেন।
কিন্তু হঠাৎ তাঁর কী হল। কোনও কারণে তিনি কী মানসিক অবসাদে ভুগছেন।
একটি গ্রামে গিয়ে থাকা শুরু করেছিলেন রজতাভ। পরনে তাঁর কালী মন্দিরের পুরোহিতের টকটকে লাল পোশাক। গলায় বেশ কয়েকটি রুদ্রাক্ষের মালা। সেই গ্রামে গিয়ে না কি তিনি আরও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।
পরিচালক জয়দীপ রাউত এই ব্যাপারে খোলসা করে জানালেন, তিনি একটি লং শট ছবি তৈরি করেছেন, যার নামকরণ করেছেন ‘জাগ্রতা’। ‘বনফুল’ অর্থাৎ, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্য়ায়ের রচিত গল্প ‘জাগ্রত দেবতা’র গল্প অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিতে বেশকিছু পরিবর্তন এনেছেন পরিচালক।
পরিচালক জয়দীপের বক্তব্য, ‘সাহিত্য নিয়ে ছবি করাও এখন প্রায় উঠেই গিয়েছে। তাই আরও মনে হল গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা কাহিনি নির্ভর ছবিই তৈরি করি। তবে বইয়ের কিছু জিনিস আমি পাল্টেছি আমার মতো করে। যেমন গল্পে আছে শিবপুজোর উল্লেখ। আর ছবিতে আমি কালী পুজোর কথা বলেছি। গল্পে একটি গ্রামের কথা বলা হয়েছে। সেখানে প্রত্যেক বছর কালী পুজোর সময় একজন ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তা না হলে গ্রাম ছাড়খার হয়ে যায়।‘
এই ছবিতে মন্দিরের পুরোহিতের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। তবে তিনিই কি শেষমেশ মানসিক ভারসাম্য হারাবেন? এই উত্তর জানতে হলে ছবিটি মুক্তির পরে পুরো ছবিটি মন দিয়ে দেখতে হবে। যদিও এখনও পর্যন্ত ছবি মুক্তির দিন স্থির করা হয় নি।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।