বলিউড জগতে জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি ‘চুরাকে দিল মেরা গোরিয়া চালি’ এই গানটির জনপ্রিয়তার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনি একজন সফল অভিনেত্রীর পাশাপাশি একজন প্রযোজকও।
তবে শিল্পা শেট্টিকে দেখলে বয়স বোঝা বড্ড কঠিন৷ সেই কবে বাজিগর ছবি থেকে বলিউডে পা রেখেছিলেন তিনি। এখনও শিল্পার কোমর দেখলে কাত হয়ে পড়েন আঠারোর উঠতি যুবকরা ৷ কিন্তু তাঁর এই ছিপছিপে কোমরের রহস্য কী?
পড়ুন: মুক্তি পেল লাস্ট স্টোরি ২-র ট্রেলার, নেটফ্লিক্সে কবে দেখা যাবে?
অভিনেত্রীর বয়স না কি ৪৭ বছর। কিন্তু, বলে না দিলে তা বোঝার জো নেই। বর্তমানেও তাঁর কোমরের মাপ সেই ২৪ ইঞ্চিতেই আটকে রয়েছে।
কী ভাবে নিজের শরীর মেদ মুক্ত রেখেছেন নায়িকা? এই নিয়ে বেশ খুল্লামখুল্লা শিল্পা। এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে সলমান খান মজা ছুড়ে দিয়েছিলেন নায়িকার দিকে, ‘বয়স হচ্ছে, কোমরে ব্যথা হয় না কি?’
শিল্পার সোজা সাপটা জবাব, ‘আমি যোগাসন করি নিয়মিত। জিমে ঘাম ঝরানোর থেকে বেশি পছন্দ করি যোগাসন করতে।
শিল্পার ‘ফিগার’-এর ভূয়সী প্রশংসা শোনা যায় বেবোর কণ্ঠেও। কার মতো দেহ সৌন্দর্য পেতে চান শিল্পা? হলিউডের এক জনপ্রিয় তারকার নাম বলেন তিনি। বেবোও আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘অবশ্যই, তুমিই পারবে।‘
Memories… somewhere under the rainbow 🌈🏖️@Terme_Saturnia #TuscanyDiaries #vacaymode #TermeDiSaturnia #grateful pic.twitter.com/gNcW4ZrQ31
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) June 16, 2023
তবে শিল্পা শেট্টিকে যতটা সুন্দর এখন দেখায়। সেই সৌন্দর্যের বেশিরভাগই তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে এনেছেন।
ছুরি কাঁচি দিয়ে সার্জারি করে নিজের মুখের কিছু জিনিস তিনি পরিবর্তন করেছেন সুন্দর দেখানোর জন্য। তাঁর নাক নিয়ে যথেষ্ট খুশি ছিলেন না, তাই তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের নাকের গঠন পাল্টে দিয়েছেন। শুধু নয় তিনি একাধিকবার নিজের মুখের ওপর প্লাস্টিক সার্জারি করেছেন।
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন