Homeবিনোদনসিদ্ধার্থ ও কিয়ারা বিয়েতে অতিথি সংখ্যা ১০০-১৫০, বিয়ের আসর কোথায় বসছে?

সিদ্ধার্থ ও কিয়ারা বিয়েতে অতিথি সংখ্যা ১০০-১৫০, বিয়ের আসর কোথায় বসছে?

প্রকাশিত

বলিউডে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম এখন প্রায় ওপেন সিক্রেট। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া পার্টি সব কিছুতেই কাছাকাছি সিদ্ধার্থ ও কিয়ারা। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের খোলা কণ্ঠে প্রশংসা করেন তাঁরা।

নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমে রাখঢাক করলেও। এখন আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করতে চান না কেউই।  বরং দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মতো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষায়। তাদের বিয়ের হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকী। বিয়ের ভেন্যু, অতিথি তালিকা সব কিছুই ঠিক হয়ে গেছে।

সংবাদ সূত্রে খবর, তাঁদের বিয়েতে প্রায় ১০০ থেকে ১২৫ জন অতিথি আসবেন। বিয়ের আসর বসবে রাজস্থানের  জয়সলমেরের জনপ্রিয় প্রাসাদ সূর্যগড়ে। বাকি তারকাদের মত তাঁরাও নিজের বিয়েতে গোপনীয়তা বজায় রাখছেন। তবে সব কিছু কি আর গোপন করা যায়।

জানা গিয়েছে, ইতিমধ্যেই হলদি, মেহেন্দি, সঙ্গীত এবং বিয়ের সেট তৈরি ও ডিজাইন করার কাজ শুরু হয়ে গিয়েছে। জয়পুর থেকে অতিথিদের জন্য গাড়ি ডাকা হচ্ছে। করণ জোহর থেকে ইশা আম্বানির মতো হাই প্রোফাইল অতিথিরা যোগ দেবেন বিয়েতে। অতিথিদের থাকার জন্য প্রাসাদের প্রায় ৮৪ টি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে। এছাড়া গাড়ি বুক করা হয়েছে ৭০ টির বেশি। মার্সিডিজ, জাগুয়ার থেকে বি.এম.ডব্লু-র মতো বিলাসবহুল গাড়ি রয়েছে সেই তালিকায়। এই রাজকীয় বিয়ের জন্য মুম্বইয়ের নামকরা ওয়েডিং প্ল্যানারকে বুক করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।  মরুভূমিতে সাফারি থেকে শুরু করে রাজস্থানের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, অতিথিদের জন্য মাঙ্গানিয়ার শিল্পীদের দ্বারা রাজস্থানী লোককাহিনী পরিবেশন করা হবে। এছাড়াও, বিলাসবহুল হোটেলে অতিথিদের দেওয়া হবে স্পা ভাইউচার। বিশেষ দিনের জন্য মনীশ মালহোত্রার ডিজাইনার পোশাক বেছে নিয়েছেন এই জুটি। বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে দুটি গ্র্যান্ড রিসেপশন হওয়ার কথা রয়েছে বলেই খবর।

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন স্বস্ত্রীক শাহিদ কাপুর। সূত্রের খবর, শাহিদ এবং মীরা কাপুর দু’জনেই সিড-কিয়ারার বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি- তিনদিন ধরে চলতে পারে সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত এবং বিয়ে- সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারেন শাহিদ কাপুর এবং মীরা। শোনা গিয়েছে, অন্যান্য অতিথিরাও বিয়ের দিন দুয়েক আগে থেকেই পৌঁছে যাবেন জয়সলমীরের বিলাসবহুল ভেন্যুতে। পাঁচতারা হোটেলের মধ্যেই বিভিন্ন ভিলায় তাঁদের থাকার বন্দোবস্তও নাকি ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে।

তবে শাহিদ কপূর আর কর্ণ জোহর ঠিক করে রেখেছেন, তাঁরা দুই বলি তারকার বিয়েতে ‘ডোলা রে’ গানের সঙ্গে নাচ করবেন। বলিউডের এই মিষ্টি জুটির বিয়ের খবর সত্যি হওয়ায় নেটমহল বেশ উচ্ছসিত তাদেরকে নিয়ে।

ছবি ও ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

সাম্প্রতিকতম

মন ছুঁয়ে গেল চণ্ডীতলা প্রম্পটার-এর নাটক ‘মুক্তিসূর্য ক্ষুদিরাম’

অজন্তা চৌধুরী ভারতের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরামের ভূমিকা, অবদান, আত্মবলিদানের কথা আমরা সকলেই জানি।...

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ভয়াবহ ঘটনায় কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২...

গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত অন্তত ২

কলকাতা: রবিবার মাঝরাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লাবাগান এলাকায় নির্মীয়মাণ বহুতল...

সিএএ কার্যকর করেছে কেন্দ্র, সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেরল সরকার

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। এই আইনের সাংবিধানিক বৈধতাকে...

আরও পড়ুন

সাত থেকে নয় মিনিটে ধর্মতলা! গঙ্গার তলা দিয়ে প্রথমদিনই মেট্রো সওয়ারি হলেন গায়ক অনুপম, রূপঙ্কর

কলকাতা: শুক্রবার থেকেই শুরু হল গঙ্গার নীচ দিয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড...

‘চিঠ্‌টি আয়ি হ্যায়’-এর গায়ক প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উধাস প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উধাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন...

কেমন আছেন হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী?

কলকাতা: শনিবার সকাল ১০টা নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে হঠাৎই ভর্তি করানো...