অরিজিৎ সিং এমন একজন মানুষ, পাশে বসেও যাঁকে ছোঁয়া যায় না। দেশে বিদেশের বাঙালিরা অরিজিতে বুঁদ হয়ে রয়েছেন। শুধু তাঁর গান নয়, তাঁর ব্যক্তিত্বের ভক্ত চারিদিকে। অরিজিৎ বরাবরই একদম মাটির মানুষ। আজও, মুম্বাইয়ের চাকচিক্য জীবন ছেড়ে নিজের শিকড়ে পরে রয়েছেন তিনি।
গুগল বলছে, এখনও পর্যন্ত ৪০০-এর বেশি গান গেয়েছেন অরিজিৎ। এত নাম-যশ খ্যাতির শীর্ষে থেকেও অহং ছুঁতে পারেনি গায়ককে। বরং ‘মাটির মানুষ’ কাকে বলে, তার জলজ্যান্ত উদাহরণ তিনি।
পড়ুন: মুক্তি পেল ‘মানুষ’-এর ফার্স্টলুক, সোশ্যাল মিডিয়াতে কী জানালেন জিৎ?
বুধবার রাত থেকে একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে গেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা গায়ক বাদশা।
এর আগে যতবার বাদশাকে জনসমক্ষে দেখা গেছে, তিনি কোনও না কোনও বিলাসবহুল গাড়িতে সওয়ার ছিলেন। বিএমডাব্লু, মার্সিডিজ বেঞ্জ, ল্যাম্বরগিনি, কি নেই বাদশার কাছে।
কিন্তু জিয়াগঞ্জে এসে তিনি যেন অন্য মানুষ। অরিজিতের স্কুটি নিয়ে ঘুরে দেখলেন গ্রামের চারপাশ। তাঁর পথিকৃৎ হয়েছিলেন অরিজিৎ। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
সূত্রের খবর, নতুন এক প্রোজেক্টের জন্য আলোচনা করতেই জিয়াগঞ্জে গেছিলেন বাদশা। নিজের সেলেব লাইফস্টাইল ছেড়ে অরিজিতের মতো সাধারণভাবে থেকেছেন বাদশাও।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

