ফের ভাঙনের সুর। বিচ্ছেদের রাস্তায় হাটছে একের পর এক সঙ্গীত জগতের শিল্পীরা। টলি পাড়ায় হচ্ছেটা কী?
সম্প্রতি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’ হঠাত্ তার এই রকম পোস্টের কারণ কী। তার এইরকম পোস্টে পুরো সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
সূত্রের খবর, শিল্পীর মেয়ের থেকেও এই ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে তার মেয়ে স্পষ্ট করে কিছু না বললেও, শিল্পীর ইন্সটাগ্রামের পোস্ট হয়ত বলছে অন্যক্থা।
এইবারেও হয়তো তেমনই কোনও অ্যালবাম প্রকাশিত হতে চলেছে। বিষয়বস্তু জ্বলন্ত ইস্যু, বিচ্ছেদ। তারই আগাম পূর্বাভাস দিতেই হয়তো শিল্পী এত বড় চমকের আশ্রয় নিয়েছেন।
তিনি ‘পেসমেকার’ নামে একটি অ্যালবামের নাম করেছেন। যার একটি গানের পংক্তির সঙ্গে নচিকেতার বলা ‘ডিভোর্স’ শব্দটি মেলে।
সেই গানের কথা, ‘মন মন মন! মন চাইলে বিবাহিত আমি, তাতে কী হল? অনুভূতিরা কি বাধ্যতামূলক থাকে অহর্নিশ? অবশেষে এটাই হল…!!’
নতুন অ্যালবাম ছাড়াও আগামী মাসে নচিকেতার গল্প নিয়ে ছবির কাজ শুরু হচ্ছে। প্রযোজক রানা সরকার শিল্পীর অতিপ্রিয় ‘নীলাঞ্জনা’কে বড় পর্দায় আনতে চলেছেন।
এই মুহুর্তে শিল্পী ব্যস্ত রয়েছেন তাঁর নতুন গানের অ্যালবামের কাজ নিয়ে। সোশ্যাল মিডিয়াতে বোধহয় তাঁর এই নতুন অ্যালবামের ইঙ্গিতই দিয়েছেন।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।