‘বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম জল্পনা ছিল ‘বাহুবলী’ মুক্তির বহু আগে থেকেই। তবে ‘বাহুবলী’তে প্রভাস ও অনুষ্কার রসায়ন দেখার পর সেই জল্পনা ক্রমাগত বাড়তে থাকে। বহু ছবি তাঁরা একসঙ্গে করেছিলেন। যদিও তাঁদের সম্পর্কের কথা প্রভাস বা অনুষ্কা কেউই কখনও স্বীকার করেননি। তবে সেই সম্পর্ক এখন অতীত।
তবে বিচ্ছেদের পর তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেন নি। বরং ভালো বন্ধু বলেই নিজেদের পরিচয় দিতে পছন্দ করতেন তাঁরা। কয়েকদিনের মধ্যেই শোনা যায় দক্ষিণের এক বড় স্টারের সঙ্গে প্রেম করছেন অনুষ্কা শেট্টি। এরপর আরও স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদের খবর।
‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এই ছবিটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস ও তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।
এই ছবিতে জুটি বেঁধে কাজ করার পর ফের প্রেমের জল্পনা ওঠে প্রভাসের জীবনেও। কৃতি স্যাননের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সম্পর্কের খবর। তবে তাও খুব বেশিদিন দানা বাঁধেনি। প্রভাস প্রথম থেকেই নিজের সম্পর্কের বিষয় খুব একটা খোলামেলা আলোচনা পছন্দ করতেন না।
তাহলে কী এই সম্পর্কেরও কোনও পরিণতি পেল না। সময়ই হয়ত সব উত্তর দেবে।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।