কলকাতার রাস্তায় ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। হঠাৎ অভিনয় ছেড়ে ট্যাক্সি চালক কেন হয়ে উঠলেন?
তাহলে ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী তাঁর আগামী ছবি ‘ভোলা শংকর’-এর শুটিং-এ ট্যাক্সি চালানোর কাজ করছেন।
কয়েক মাস আগে প্রকাশ্য়ে এসেছিল ‘ভোলা শংকর’ ছবির ফার্স্টলুক। সেখানেই দেখা গিয়েছিল হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে রয়েছেন চিরঞ্জিবী। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এই ছবির সঙ্গে হয়তো কলকাতার যোগসূত্র রয়েছে।
সূত্রনুযায়ী, ধর্মতলা, কালীঘাট এলাকায় চলবে এই ছবির শুটিং। কলকাতায় এই ছবির শুটিং হবে ১০ মে পর্যন্ত।
২০০৫ সালে ‘চাঁদ শা রোশান চেহারা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এরপর ‘শ্রী’ ছবির মাধ্যমে একই বছর দক্ষিণের সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী।
‘বাহুবলি’তে অভন্তিকার চরিত্রে অভিনয় তামান্নার জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এইবার পরিচালক মেহের রমেশের নতুন ছবি ‘ভোলা শংকর’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দক্ষিণী এই অভিনেত্রীকে।
সূত্র অনুযায়ী তামান্নার অভিনয় দেখে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী নাকি মুগ্ধ। তিনি নাকি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে তামান্নাকে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত,তামিল ভাষার ‘ভেদেলাম’ ছবির রিমেক ‘ভোলা শংকর’। ভেদেলাম ছবিতে অভিনয় করেছিলেন অজিত কুমার ও শ্রুতি হাসান। এবার এই দু’জনের জায়গায় অভিনয় করবেন চিরঞ্জীবী-তামান্না। খুব শিঘ্রই তামান্নাও এই ছবির শুটিং এর জন্য কলকাতায় পা রাখবেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন