পুজোতে নতুন ছবি নিয়ে আসবেন সৃজিত মুখাপাধ্যায়। যদিও এই খবর অনেক আগেই শোনা গিয়েছিল। অবশেষে এসভিএফের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সঙ্গে এক বড় চমকও নিয়ে আসছেন। সেটা হলো, এইবার প্রথম ‘পুলিশ ব্রহ্মান্ড’ বা ‘কপ ইউনিভার্স’ তৈরি হচ্ছে এই পুজোতেই।
‘কপ ইউনিভার্স’ এই ছবিতে দেখা যাবে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রীকেও।
যদিও যিশুর সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, বহু দিন পর যিশুর সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন সৃজিত। তবে তারকাদের ডেট ফাইনাল হলেই শুটিং শুরু হবে।
শোনা গিয়েছে, সৃজিতের এই ‘কপ ইউনিভার্সে’ থাকবে বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চিদার বিজয় পোদ্দার। অর্থাৎ বাইশে শ্রাবণের জনপ্রিয় চরিত্র যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অন্যদিকে থাকবে ভিঞ্চিদার বিজয় পোদ্দার, যেই চরিত্রে অভিনয় করেছিলেন অনিবার্ণ ভট্টাচার্য।
ফের নতুন করে আবারও ‘২২ শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ ছবির স্বাদ পেতে চলেছেন দর্শক। কারণ এই পুজোতেই আসছে এই দুই ছবির সিক্যুয়াল।
পুজোয় সৃজিতের শেষ ছবি ছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুমনামি’। তার আগে অবশ্য সৃজিত পরিচালিত ‘ইয়েতি অভিযান’ এবং ‘এক যে ছিল রাজা’ ছবি দু’টি পুজোতেই মুক্তি পেয়েছিল। ৩ বছর পর আরও এক বার শারদীয়াকেই ‘তুরুপের তাস’ করতে চলেছেন সৃজিত।
ছবি- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন