মুক্তি পেল সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিজ’-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করলেন খোদ শাহরুখ খান।
ছবিতে ‘ভেরোনিকা’ চরিত্রে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। ট্রেলারে তাকে বলতে শোনা গেছে, ‘রিভারডেলের মনে রাখা উচিত ভেরোনিকা ফিরে এসেছে’। শুধু তাই নয়, ভেরোনিকা তার বাবাকে বলে, ‘তোমার জন্যই আমার বন্ধুরা আমাকে ঘৃণা করে’। বাবার বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে।
ছবিতে ‘আর্চি অ্যান্ড্রুস’ চরিত্রে অভিনয় করেছেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মিউজিকই তার সবকিছু। তবে পরিবার পছন্দ করে না তার এই মিউজিক প্রেম। শ্রীদেবী কন্যা খুশি কাপুর অভিনয় করেছেন ‘বেটি’ চরিত্রে। ট্রেলারে দেখা গেছে আর্চি, বেটি, ভেরোনিকাদের প্রেম, বন্ধুত্ব আর সবুজের জন্য লড়াই।
ট্রেলার শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘একেবারে সময়োপযোগী একটা বিষয় এবং চরিত্রগুলি কখনও পুরনো হবার নয়। এই ছবিটাকে জোয়া কী সরল অথচ বার্তাবহ করে তৈরি করেছে। আমাদের গোটা পৃথিবীর মানুষকে হয়তো পরিবেশ নিয়ে আরও একটু ভাবতে হবে।’ ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’। এই ছবিতে সুহানা,অগস্ত্য ও খুশি ছাড়াও থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। ছবি পরিচালনা করেছেন জোয়া আখতার।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন