চেনা পরিচিত চরিত্রের বাইরে একেবারে অন্য লুকে চমকে দিলেন অঙ্কুশ হাজরা। ছবির নাম ‘কুরবান’। সোমবার প্রকাশ্য়ে এল এই ছবির মোশন পোস্টার।
পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের প্রথম ফিচার ফিল্ম হতে চলেছে এই ছবি। অঙ্কুশের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। ছাপোষা দম্পতির গল্পে রয়েছে অন্য মোড়। ‘কুরবান’ মানুষের কথা বলে, হাসানের কথা বলে।
ছবির গল্পে সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবন হাসান।
পরিচালক শৈবাল মুখোপাধ্যায় বলেন, ‘সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্র চিত্রণের যেমন প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখদুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে। একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত, মুসলিম বৌ, যে তার নিজের কথা বলতে পারে। যার নিজের স্বপ্নের জগৎ আছে। ফর্চুনেটলি গল্প শোনবার পর ওরা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়।‘
পরিচালক আরও বলেন, ‘এরপর শুটিং-এ, চরিত্র চিত্রণে সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে যখন হাসান, হিজল, তাদের চরিত্রের ইনভল্ভেমেন্টে এতটাই বাস্তব হয়ে ওঠে যে ফ্লোরে অঙ্কুশ ও প্রিয়াঙ্কার জায়গায় আমরা হাসান ও হিজলের সাথে শুটিং এর দিনগুলোয় ছিলাম বলে মনে হয়। হাসান হিজল ছাড়াও, শান্তিলাল মুখার্জি, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় সবার সঙ্গে কাজের ক্ষেত্রেই আমরা একই অভিজ্ঞতাপূর্ণ হই।‘