Home বিনোদন ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য...

ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’  

0

লস আঞ্জেলেস: দর্শক-শ্রোতা আর চলচ্চিত্র পর্যালোচকদের হৃদয় জিতে নিল ‘নাটু নাটু’। ‘আরআরআর’ ফিল্মের ‘নাটু নাটু’ গানটি জিতে নিল অস্কার। গানটি অস্কার জিতল মৌলিক গানের বিভাগে। একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।   

লস আঞ্জেলেসে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকল ভারতের চলচ্চিত্রের ইতিহাসে। এস এস রাজামৌলি পরিচালিত এবং রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ফিল্মের গান ‘নাটু নাটু’ অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের সম্মান পেল। পুরস্কার তুলে দেওয়া হয় গানের রচয়িতা চন্দ্র বোস ও সুরকার এম এম কিরাবাণীর হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর উপস্থিত ছিলেন।

সেরা মৌলিক গানের বিভাগে ‘নাটু নাটু’র প্রতিদ্বন্দী ছিল ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে লেডি গাগার গান ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবিতে রিহানার গান ‘লিফ্‌ট মি আপ’, ‘এভরিথিং এভরি হোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির ‘দিস ইজ আ লাইফ’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ ছবির অ্যাপ্লজ গানটি। সবাইকে টপকে সেরা হল ‘নাটু নাটু’।

রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও।

‘নাটু নাটু’র পাশাপাশি অস্কার জিতল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। কার্তিকি গনজালভেস পরিচালিত এবং গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার এই ছবিটি জিতে নিল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের সম্মান।

‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছাড়াও ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ‘অল দ্যাট ব্রিদ্‌স’। শৌনক সেন ও আমন মানের তৈরি এই ছবি মনোনয়ন পেয়েছিল সেরা তথ্যমূলক কাহিনিচিত্রের (বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম) বিভাগে।

‘নাটু নাটু’ অস্কার জেতায় ‘টিম আরআরআর’কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্রজগতের দিকপালেরা। এঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র কিংবদন্তি রজনীকান্ত এবং চিরঞ্জীবী, আরআরআর-এর দুই অভিনেতা আলিয়া ভাট এবং অজয় দেবগণ, অ্যাকাডেমি পুরস্কার বিজেতা সুরকার এ আর রহমান, অভিনেতা হৃতিক রোশন, মহেশ বাবু প্রমুখ।      

আরও পড়ুন

মেটাল ড্রেসে চোখ ধাঁধালেন মনামী, তকমা পেলেন বাংলার উর্ফি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version