একজন বলিউডের ভাইজান, আরেকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। নিজের নিজের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা দু’জনের।
কিন্তু বিগত কয়েক বছর ধরে দু’জনের মধ্যে ছিল এক ঠান্ডা লড়াই। তাঁরা সালমান খান ও অরিজিৎ সিং। সম্পর্ক এতটাই তিক্ততার পর্যায়ে গেছিল যে অরিজিতের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সালমান। তবে এতগুলি বছরে বরফ গলল, সালমান খানের আসন্ন ছবি টাইগার থ্রি তে গান গাইলেন অরিজিৎ। এইকথা নিজেই জানিয়েছিলেন ভাইজান।
তবে ‘টাইগার থ্রি’-তে অরিজিতের কন্ঠে শুধু একটা গান নয়, বরং আরও একটি রোম্যান্টিক গান গাইলেন ভাইজানের জন্য।
উল্লেখ্য, সালমান খান ও ক্যাটরিনা কইফ অভিনীত ‘টাইগার থ্রি’ মুক্তি পাওয়ার কথা আগামী ১২ নভেম্বর। মণীশ শর্মা পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এর আগে এই সিরিজ ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হে’ ছবি দুটি বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন