বলিউডে ইতিমধ্যেই ‘টাইগার ৩’ ছবি নিয়ে শোরগোল পড়ে গেছে। ছবির কথা সামনে আসতেই দর্শকদের নজর ছিল সিনেমার কাস্টিং-এর উপর। এই ছবিতে ইমরান হাসমির এন্ট্রি সিনকে স্মরণীয় করে রাখতে ‘যশ রাজ ফিল্ম’ প্রায় ১০ কোটি টাকা খরচ করতে চলেছেন। কিন্তু এর পরেও রয়েছে নতুন চমক।
সূত্রের খবর অনুযায়ী, টাইগার ৩’ ছবিতে দেখা যাবে হৃতিক রোশনকে। ‘ওয়ার’ ছবির কবীর চরিত্রের না কি এন্ট্রি হবে ‘টাইগার ৩’-তে।
যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে বেশিমাত্রায় গুরুত্ব দিচ্ছেন, তা আগে থেকেই প্রমাণিত। এর ঝলক পাওয়া গেছিল শাহরুখের পাঠান ছবিতে। যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ ছবিতেই ইঙ্গিত ছিল ‘টাইগার ৩’ ছবিতে, শাহরুখের এন্ট্রি হবে।
তবে এইবার শুধু পাঠান শাহরুখ নয়, ওয়ার ছবির কবীর ওরফে হৃতিকও যে টাইগারের হাতে হাত মেলাবে সেইরকম খবর জানা যাচ্ছে। তবে যশরাজের তরফ এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সালমান-এর ছবি মানেই একটা জবরদস্ত এন্ট্রি। এর আগের সিরিজেও সালমান এবং ক্যাটরিনার এন্ট্রি সিন ছিল খুবই জনপ্রিয়। এইবারেও তাঁর অন্যথা হবে না।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন