Homeবিনোদন‘রেনবো জেলি’-র সিক্যুয়েলে বিজ্ঞানীর ভূমিকায় অনির্বাণ, কী জানালেন পরিচালক সৌকর্য?  

‘রেনবো জেলি’-র সিক্যুয়েলে বিজ্ঞানীর ভূমিকায় অনির্বাণ, কী জানালেন পরিচালক সৌকর্য?  

প্রকাশিত

ফের ‘রেনবো জেলি’-র  দ্বিতীয় ভাগ বানাতে চলেছেন সৌকর্য ঘোষাল। ছবির প্রযোজনায় থাকছে ‘এসভিএফ ফিল্মস’, এমনটাই শোনা যাচ্ছে। আর সেখানে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য এমনটাই অন্দরের খবর।

পরিচালক সৌকর্য জানালেন, ‘রেনবো জেলি’-র সি‌ক্যুয়েল ‘পক্ষীরাজের ডিম’-এর শুটিং শুরু করতে চলেছেন শিমুলতলায়। এইবার গন্তব্যস্থল কাল্পনিক গ্রামাঞ্চল ‘আকাশগঞ্জ’। এই ছবিতে অভিনয় করবেন মহাব্রত বসু, অনুমেঘা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী ছাড়াও দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায় এবং ব্লাইন্ড অপেরা থিয়েটারের শুভাশিস গঙ্গোপাধ্যায়কে।

পড়ুন: দেবীপক্ষের সূচনা লগ্নে মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলের নয়া চমক, প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনীর প্রোমোও

তিনি আরও জানালেন, ‘জিও স্টুডিওজ’ ও ‘এসভিএফ’ নিবেদিত এই ছবির মিউজিক করছেন নবারুণ বসু, ক্যামেরায় সৌমিক হালদার, ক্রিয়েটিভ ডিরেকশন এবং কস্টিউম পূজা চট্টোপাধ্যায়। শিমূলতলায় দশদিন শুটিং-এর পর কলকাতায় সেকেন্ড শিডিউল হবে। অনির্বাণ অর্ধেক স্ক্রিপ্ট শুনেই করতে রাজি হয়ে গেছিলেন বলে জানালেন সৌকর্য। ‘এই ধরনের চরিত্র অনির্বাণ আগে করেননি এবং এমন একজন ম্যাভেরিক সায়েনটিস্ট বাংলা ছবিতেই কম দেখা গেছে।‘

বাংলার প্রথম ফুড ফ্যান্টাসি ফিল্ম ‘রেনবো জেলি’ বানিয়েছিলেন সৌকর্য ঘোষাল। সেটা ছিল ২০১৮ সাল।

২০১৪ সালে ‘পেন্ডুলাম’ ছবির মাধ্যমে সৌকর্য ঘোষাল ছবি পরিচালনায় আসেন। প্রথম ছবি থেকেই তরুণ পরিচালকের প্রতিভার আঁচ টের পাওয়া গেছিল। ইলাস্ট্রেটর হিসাবেও তিনি ছাপ রাখেন শুরু থেকেই। পরবর্তীকালে ‘লোডশেডিং’, ‘রক্তরহস্য’ ‌ইত্যাদি ছবি করেছেন সৌকর্য। 

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর, পরিচালকের ‘অনিচ্ছাকৃত’ দাবি খারিজ করলেন অভিনেত্রী

অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে অভিনেত্রীর এফআইআর দায়ের। পরিচালক দাবি করেছেন ঘটনা অনিচ্ছাকৃত, তবে অভিনেত্রী তাঁর বক্তব্য সরাসরি খারিজ করেছেন।

যৌন হেনস্তার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি আইনগত পরামর্শ নিচ্ছেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?